ত্রিপুরায় কোভিডের টিকাকরণে বিশেষ অভিযান ১ থেকে ৩ নভেম্বর

আগরতলা, ২৮ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় ফের কোভিডের টিকাকরণে বিশেষ অভিযান চালাবে স্বাস্থ্য দফতর। আগামী ১ থেকে ৩ নভেম্বর সারা ত্রিপুরায় টিকাকরণে বিশেষ অভিযান চালানো হবে। তাতে প্রতি দিন ২ লক্ষ ৭৯ হাজার ৯১৮ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে কোভিডের টিকা মজুত রয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ২৬০টি।


প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ২৫ লক্ষ ৬ হাজার ৭৮২ জন কোভিডের টিকার প্রথম ডোজ এবং ১৫ লক্ষ ৯০ হাজার ৯১৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনো ৮ লক্ষ ২৭ হাজার ৬১১ জন দ্বিতীয় ডোজের জন্য অবশিষ্ট রয়েছেন। তাই, কোভিডের টিকাকরণে বিশেষ অভিযানের কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য দফতর।


সেই লক্ষ্যে টিকাকরণের জন্য ১২০০টি কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে কোভিডের টিকা দেওয়া হবে। ওই বিশেষ অভিযানে পূর্বের মতোই হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন ক্লাবকে যুক্ত করা হবে।
নয়া পরিকল্পনা অনুযায়ী ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর বিশেষ টিকাকরণ অভিযানের সূচী নির্ধারিত হয়েছে। ওই সময়ের মধ্যে প্রতি দিন ২ লক্ষ ৭৯ হাজার ৯১৮ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য দফতর। জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা মিশন অধিকর্তা ডা: সিদ্ধার্থ শিব জৈসয়াল ৮ জেলা শাসকদের বিশেষ টিকাকরণ অভিযানের জন্য প্রস্তুতি নিতে অবগত করেছেন।


ইতিপূর্বেও, ত্রিপুরায় কোভিডের টিকাকরণে একাধিক বিশেষ অভিযান নেওয়া হয়েছিল। সেই অভিযানে মানুষের স্বতস্ফুর্ত সাড়া মিলেছিল। তাই, টিকাকরণে সারা দেশে ত্রিপুরা যথেষ্ট ভাল অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *