BRAKING NEWS

হরিয়ানায় চলন্ত ট্রাক থেঁতলে দিল তিন মহিলা কৃষককে

চণ্ডীগড়, ২৮ অক্টোবর (হি. স.) : বৃহস্পতিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিল্লি-হরিয়ানা সীমানায় । দ্রুত গতিতে আসা চলন্ত ট্রাক পিষে দিল রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকা তিন মহিলা কৃষককে । ঘটনাস্থলেই মৃত্যু হল ২ মহিলা কৃষকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও এক মহিলা কৃষকের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছলে শুরু হয় বিক্ষোভ। ঘাতক ট্রাকের চালক পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সূত্রের খবর, এদিন সকালেই দিল্লি-হরিয়ানা সীমান্তের কাছে একটি ডিভাইডারের উপর বসেছিলেন তিনজন মহিলা, পেশায় তাঁরা কৃষক।রিক্সার অপেক্ষাতেই তাঁরা বসেছিলেন। দূর থেকে একটি অটো-রিক্সা দেখতে পেয়েই রাস্তার ধারে এসে দাড়ান তাঁরা, হাত দেখাতে থাকেন অটোটিকে। সেই সময়েই ওই রাস্তা দিয়ে আসছিল ওই ট্রাকটিও। হঠাৎ সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই মহিলাদের দিকে ধেয়ে আসে। ওই তিন মহিলা ডিভাইডারের উপরে ওঠার আগেই দ্রুতগতিতে এসে ধাক্কা মারে ট্রাককি, ছিটকে পড়েন ওই মহিলারা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। বাকি একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিনজন মহিলাই পঞ্জাবের মানসা জেলার বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। তাঁর খোঁজ চলছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরই তা স্পষ্ট হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হিন্দুস্থান সমাচার / সোনালি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *