Rajasthan High Court : রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন এ এ কুরেশি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশি রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন৷ এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে৷ কারণ, সুপ্রিম কোর্টের কলেজিয়াম এমনটাই সুপারিশ করেছে৷ অন্যদিকে, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দরজিৎ মোহান্তি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন৷


সূত্রের খবর, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্না সহ বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি এএম খানবিলকরের নেতৃত্বে গঠিত কলেজিয়াম সারা দেশে আটটি হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি, চারজন প্রধান বিচারপতির বদলি এবং ২৭ জন বিচারপতি হাইকোর্টগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷ মূলত, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশিকে এখন বড় হাইকোর্টে বদলি করা হচ্ছে৷ ইতিপূর্বে তাঁকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলির প্রস্তাব করেছিল কলেজিয়াম৷ কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে সম্মতি দেয়নি৷ ফলে তাঁকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তি দেয় কলেজিয়াম৷


প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ নভেম্বর ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এএ কুরেশি৷ সুপ্রিমকোর্টে বিচারপতি হওয়ার সুযোগ না পাওয়া গেলে তিনি অবসরে যাবেন ২০২২ সালের ৬ মার্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *