BRAKING NEWS

ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩৪ হাজার ৪০৩ জন

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বাড়ল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা । স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩৪ হাজার ৪০৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৯৫০ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪। তবে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, কেরলের পরিসংখ্যান। এই দুই রাজ্যে এখনও করোনা পরিস্থিতি খুব একটা নিয়ন্ত্রণে আসছে না। বিশেষ করে মহারাষ্ট্র।

তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকেই প্রতিদিনই একটু একটু করে উস্কে দিচ্ছে সংক্রমণের উর্দ্ধমুখী পারদ। চলতি সপ্তাহের প্রথম দিকে আক্রান্তের সংখ্যায় কিছুটা লাগাম টানা গেলেও বৃহস্পতিবার থেকে ফের বেড়েছে দৈনিক সংক্রমণ। শুক্রবারও বজায় থাকল সেই রেকর্ড। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪,৪০৩ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটাই ছিল ৩০, ৫৭০। অর্থাৎ একধাক্কায় ১২.৫ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রের তথ্য-পরিসংখ্যান বলছে, দৈনিক সংক্রমণ এভাবে লাফিয়ে বৃদ্ধির নেপথ্যে মহারাষ্ট্রের অবদানই বেশি। সেখানকার ৫ টি জেলাতেই কোভিড সংক্রমণ বেড়েছে ৭০ শতাংশ। এছাড়া কেরলেও বেশ কয়েকদিন কোভিড গ্রাফ নিম্নমুখী হলেও শুক্রবার তা নতুন করে চিন্তার উদ্রেগ করেছে। এদিকে, তৃতীয় ঢেউ সামলাতে বাড়ছে টিকাকরণের হার। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে দেশের মোট ৭৭ হাজার ২৪ লক্ষ মানুষ করোনা ভ্যাকসিন পেয়েছেন। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়ার কাজেও গতি বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *