BRAKING NEWS

Food for workers : টানা ১০০ দিন ধরে এক টাকার বিনিময়ে পেট ভরে খাবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরের বটতলায় টানা ১০০ দিন ধরে এক টাকার বিনিময়ে পেট ভরে অন্য খাবারের ব্যবস্থা করে আসছে ভারতীয় মজদুর সংঘ। করোণা পরিস্থিতিতে শ্রমজীবী অংশের মানুষের রুটি রোজগারের যখন টান পড়েছে ঠিক সেই সময়ে তারা যাতে অনাহারে না থাকে সেই কথা মাথায় রেখে ভারতীয় মজদুর সংঘ রাজধানী আগরতলা শহরের বড়তলা এলাকায় রান্না করা খাবার সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করে। এক টাকার বিনিময়ে পেটভরে ভোজ ব্যবস্থা করা হয়। এই উদ্যোগের প্রশংসা করেছে বিভিন্ন মহল।

টানা ১০০ দিন ধরে এই প্রয়াস জারি রয়েছে।আগামী দিনেও এধরনের প্রয়াস জারি থাকবে বলে বিএমএস নেতৃবৃন্দ জানিয়েছেন। বৃহস্পতিবার ১০০ দিন পূর্ণ উপলক্ষে তৃতীয় লিঙ্গের লোকজনদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তাদেরকে রীতিমতো আনুষ্ঠানিকভাবে বরণ করে দুজনের ব্যবস্থা করা হয়। তারা সন্তোষ ব্যক্ত করে এই সংস্থার উদ্যোগের প্রশংসা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *