BRAKING NEWS

ফের দুঃসাহসিক চুরির ঘটনা উত্তর জেলায়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ মে: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ইয়াকুব নগরে শুক্রবার ভোররাতে এক মহিলার ঘরে  দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা সোনা গয়না সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে ডাকাত দল এই ঘটনা সংগঠিত করেছে। ঘটনাকে কেন্দ্র করে ইয়াকুবনগর সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে তীব্র আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে। রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে বিস্তীর্ণ এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইয়াকুবনগর এর ৫ নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। বাড়ির মালিকের নাম ইলিয়াস আলী (৭০) এবং ডাকাত দলের হাতে আক্রান্ত হয়েছেন শবনম বেগম(৩০)। শুক্রবার ভোররাত আনুমানিক  তিনটায় তিন চার জন আসে এবং একজন ঘরে ঢুকে শবনম বেগমের গলায় দা ধরে। শবনম বেগম জানায় তার দুটি সন্তান রয়েছে।  তারা যা ইচ্ছা লুট করে নিয়ে যাক এবং শবনমকে যেন ছেড়ে দেয়। শবনম ছটফট করতে থাকে । তার ঘর থেকে ১ লক্ষ১৭ হাজার টাকা, একজোড়া সোনার দুল, রুপোর চেইন এবং মোবাইল সেট নিয়ে যায় ডাকাতদল। যাবার সময় তাকে মারধর করে বলে অভিযোগে জানিয়েছেন তিনি। বাড়ির বাইরে দুইজন ছিল এবং প্রত্যেকেই অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত ছিল। শবনমের দেওর  ওই ঘরে প্রবেশ করার পরই ডাকাত দল তাদের নগদ টাকা এবং অলংকার নিয়ে পালায় বলে  জানিয়েছেন তারা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করছে এবং অতিসত্বর এই ডাকাতির পান্ডারা ধরা পড়বে বলে আশা ব্যক্ত করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *