BRAKING NEWS

Police arrested two traffickers : ধর্মনগর থানার হাতে গাঁজাসহ আটক দুই পাচারকারি

নিজস্ব প্রতিনিধি,চুড়াইবাড়ি, ১৮ সেপ্ঢেম্বর৷৷রাজ্যে মাদক পাচারকারীদের দৌরাত্ম্য থেমে নেই। প্রতিদিন নিত্য নতুন ফন্দি এঁটে পাচার বাণিজ্য জারি রেখেছে মাদক পাচারকারীরা।বিশেষ করে রাজ্য থেকে গাঁজা পাচারের ক্ষেত্রে গাঁজা পাচারকারীরা নিত্যনতুন পন্থা অবলম্বন করছে। যদিও রাজ্য পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে গাঁজা বিরোধী অভিযান অব্যহত রেখেছে কিন্তু তাতেও ক্ষান্ত থাকেনি গাঁজা পাচারকারী চক্র।আজও অভিনব কায়দায় গাঁজা পাচারের পথে ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর স্কুল সংলগ্ন এলাকা থেকে ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ।সাথে আটক করা হয় দুই গাঁজা পাচারকারীকে।ধৃতরা হল পানিসাগর থানাধীন পেকুছড়ার বাসিন্দা জন্টু দাস(আটাশ) পিতা ননী ভূষণ দাস এবং অপরজন পানিসাগর থানাধীন উফথা খালীর বাসিন্দা বিক্রম দাস(একত্রিশ) পিতা নারায়ন দাস। বর্তমানে ত্রিশ কেজি গাঁজা সহ দুই পাচারকারী ধর্মনগর থানার হেফাজতে রয়েছে।ধর্মনগর থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে।


এদিকে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক নয়টা নাগাদ ধৃত দুই পাচারকারী একটি বস্তাতে করে তিন প্যাকেটে মোট ত্রিশ কেজি গাঁজা বহিঃ রাজ্যে পাচার উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল।আর সেই খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর-পানিসাগর সড়কের কৃষ্ণপুর স্কুল সংলগ্ন এলাকা থেকে হাতেনাতে আটক করে ত্রিশ কেজি শুকনো গাঁজা সহ দুই পাচারকারীকে।উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে আরো জানা যায়,ধৃত দুই গাঁজা পাচারকারী দীর্ঘ দিন ধরে রাজ্য থেকে বহিঃ রাজ্যে গাঁজা পাচার করে আসছে। সম্প্রতি উত্তর জেলার পুলিশের নেশা বিরোধী অভিযানে লাগাম টানাতে গাঁজা পাচারকারীদের পাচার বানিজ্যে অনেকটাই ভাটা পড়েছে।তাই নিত্য নতুন ফন্দিতে গাঁজা পাচারের পথে আটক হয় ধৃত দুই পাচারকারী।পাশাপাশি আগামীকাল ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে জেলা আদালতে সোপর্দ করবে ধর্মনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *