BRAKING NEWS

ব্রিটানিয়া মারি গোল্ড স্টার্ট-আপ সিজন ৩.০

আগরতলা : ব্রিটানিয়া মারি গোল্ডের মাই স্টার্ট-আপ ক্যাম্পেন সাফল্যের সঙ্গে দুইটি সিজন অতিক্রম করেছে। এই ক্যাম্পেনের মাধ্যমে দেশের হোমমেকারদের নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ গড়ার জন্য অর্থ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হয়েছে। ২০২০ সালে এনএসডিসি’র সহযোগিতায় এই ক্যাম্পেনের মধ্য দিয়ে ১০,০০০ হোমমেকারকে ‘ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি’র মাধ্যমে বেসিক কমিউনিকেশন স্কিলের সঙ্গে ফিনান্সিয়াল লিটারেসি বিষয়ে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সেইসঙ্গে তাদের সোসিয়ো-ইকোনমিক সেলফ-রিলায়েন্সের জন্য ছিল ‘মাইক্রো আঁত্রেপ্রিনিউরিয়াল স্কিল’ অর্জনের ব্যবস্থা। এবার অনলাইনে আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর।


সিজন-৩ পর্যায়ে ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্ট-আপ ক্যাম্পেন আরও প্রসারিত করে হোমমেকারদের ব্যবসার উন্নতির জন্য ইন্টারনেটের ব্যবহারে তাদের আরও সড়গড় করে তোলা হবে। ব্রিটানিয়া ও মমসপ্রেসো চালিত সমীক্ষা (ইন্ডিয়ান হোমমেকার্স আঁত্রেপ্রিনিউরশিপ রিপোর্ট ২০২১) অনুসারে জানা যাচ্ছে, নিজস্ব উদ্যোগ স্থাপনে আগ্রহী ৭৭ শতাংশ হোমমেকার মনে করেন টেকনোলজি তাদের এব্যাপারে সাহায্য করতে সক্ষম। ৬২ শতাংশ হোমমেকার তাদের নিজস্ব স্টার্ট-আপ স্থাপনের স্বপ্ন ও আশা পোষন করেন। তাদের এইসব আশা পূরনের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা গুগলের ডিজিটাল স্কিলিং রিসোর্স ব্যবহারের সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *