BRAKING NEWS

টিকা নিয়ে মমতার রাজনীতি আর ‘নিস্ফল আশ্বাস’ নিয়ে সরব বিজেপি জনপ্রতিনিধিরা

কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : টিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আর ‘নিস্ফল আশ্বাস’ নিয়ে শুক্রবার টুইটে সরব হলেন বিজেপি জনপ্রতিনিধিরা। সাংসদ তথা দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় টুইটে লিখেছেন, “মোদী সরকার দেশের এবং বাংলার নাগরিকের জন্যে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন আর পিসি নিজের স্বার্থসিদ্ধির জন্য বিনামূল্যে ভ্যাকসিনকে নিয়ে রাজনীতি করছেন। ছিঃ ছিঃ মমতা।“

বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ লিখেছেন, “পিসি নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন বাংলার মানুষকে তিনি নাকি বিনামূল্যে টিকা দেবেন কিন্তু তার মিথ্যাচারের রাজনীতি মানুষ দেখতে পাচ্ছে। কেন এই মিথ্যা নাটক পিসি?“ ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি লিখেছেন, “কেন্দ্র সরকারের থেকে বিনামূল্যে ভ্যাকসিন নিয়ে কাটমানি খাওয়ার লোভে পিসি মানুষকে ভুল বুঝিয়ে গেছে যে ভ্যাকসিন রাজ্য সরকার কিনেছে।“

বাঁকুড়ার ইন্দাসের বিধায়ক নির্মল ধারালিখেছেন, “করোনার মতো মহামারী থেকে দেশকে বাঁচাতে একদিকে মোদী জি যেখানে ১০০ কোটি ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ করেছে,অন্যদিকে মমতা পিসি বাংলার মানুষদের সাথে ভ্যাকসিন নিয়ে কূনীতি করে তাদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।“ঝাড়গ্রামের বিধায়ক কুনার হেমব্রম লিখেছেন, “বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে দেশের জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন মোদী সরকার আর পিসি বিরোধ করার নামে বিনামূল্যে ভ্যাকসিন নিজে দিয়েছেন বলে মিথ্যাচার করছেন।“

কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও লিখেছেন, “রাতের অন্ধকারে টিকার কুপন বিলির অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে, ভ্যাকসিন নিয়ে দেদার কালোবাজারি তবে কি পিসি মিথ্যাবাদী !“ গাজোলের বিধায়ক চিন্ময় দেববর্মণ লিখেছেন, “ভ্যাকসিনেশনে প্রত্যেকটি রাজ্য যখন কোউইন অ্যাপের সুবিধা ভোগ করেছে তখন পিসি পশ্চিমবঙ্গবাসীকে লাইনে দাঁড় করিয়ে অসুবিধায় ফেলেছে।“ কুলটির বিধায়ক অজয় পোদ্দার লিখেছেন, “করোনার মতো মহামারী থেকে দেশকে বাঁচাতে একদিকে মোদী জি যেখানে ১০০ কোটি ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ করেছে,অন্যদিকে মমতা পিসি বাংলার মানুষদের সাথে ভ্যাকসিন নিয়ে কূনীতি করে তাদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।” শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষলিখেছেন, “বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে দেশের জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন মোদী সরকার আর পিসি বিরোধ করার নামে বিনামূল্যে ভ্যাকসিন নিজে দিয়েছেন বলে মিথ্যাচার করছেন।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *