BRAKING NEWS

কুল্লুর মালানা গ্রামে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১২-১৫টি বাড়ি

কুল্লু, ২৭ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের কুল্লু জেলার মালানা গ্রামে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল কমপক্ষে ১২-১৫টি বাড়ি। গৃহহীন হয়ে পড়ল অনেক পরিবার। আগুনে আহত হয়েছেন একজন। বুধবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ মালানা গ্রামে অবস্থিত একাধিক বাড়িতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ১২-১৫টি বাড়িতে। আগুনের লেলিহান শিখায় কাঠের তৈরি বাড়িগুলি পুড়ে গিয়েছে। বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রশাসন সূত্রের খবর, সড়ক যোগাযোগ না থাকার কারণে প্রথমে সমস্যা হয় দমকল কর্মীদের। অগত্যা গ্রামবাসীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে গ্রামবাসীদের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়নি। অনেক পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে ১২-১৫টি বাড়ি। কুল্লুর এসডিএম বিকাশ শুক্লা জানিয়েছেন, কমপক্ষে ১২টি বাড়ি পুড়ে গিয়েছে। দমকল ও গ্রামবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *