BRAKING NEWS

বাক্ স্বাধীনতা হরণের প্রতিবাদে বামেদের প্রতিবাদ বিক্ষোভ রাজ্যজুড়ে

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ বর্তমান বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নেবার চক্রান্ত চালাচ্ছে৷ এরই প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় বাম দলগুলি প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠিত করেছে৷ মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে বাম দলগুলো প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ঘটনা সংগঠিত করে৷ এ উপলক্ষ্যে আগরতলা শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়৷ মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রভবন সংলগ্ণ রাস্তায় সমবেত হয়৷ এখানে বামফ্রন্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার হিন্দুত্বের প্রচার করবে বিশ্ববিদ্যালয়ে, গেরুয়া করণের জন্য উদ্যোগ নেবে৷ এটা রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে হিন্দুত্ববাদের সমালোচনা করা, স্বাধীনতা প্রকাশ করার যে অধিকার সে অধিকার প্রয়োগ করলেই রাজনীতি হয়ে যায়৷ বিশেষ করে বামপন্থী আন্দোলনের উপর প্রগতিশীল বুদ্ধিজীবীদের উপর, সৃজনশীল প্রতিবাদের উপর বিজেপি সরকার একটার পর একটা আক্রমণ নামিয়ে আনছে বলে তিনি অভিযোগ আনেন৷ জেএনইউর নেতা কানাহাইয়া কুমার সহ কয়েকজন দেশ বিরোধী আখ্যায়িত করে মিথ্যা মামলা রুজু করা হয়েছে৷ গেরুয়াকরণ করার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরএসএসের লোকজনদের উপাচার্য হিসেবে বসানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ উপাচার্যদের নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীদের সহযোগিতা নিয়ে বামপন্থী আন্দোলনের উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন৷
এদিকে, জনগণের স্বাধীন মত প্রকাশের অধিকার হরণ করার প্রতিবাদে সিপিএম বাগান বাজার অঞ্চল কমিটির উদ্যোগে বাগান বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷
বর্তমান কেন্দ্রীয় সরকার জনগণের স্বাধীন মত প্রকাশের অধিকার কেড়ে নেবার চক্রান্তে লিপ্ত হয়েছে৷ এরই প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য এরই অঙ্গ হিসেবে সিপিএম বাগান বাজার অঞ্চল কমিটির উদ্যোগে বাগান বাজারে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়৷ মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে জমায়েতে বক্তব্য রাখেন মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী৷ তিনি বলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মানুষের অধিকার হরণের যে চক্রান্ত চালাচ্ছে তার প্রতিবাদেই বামপন্থী দলগুলি দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে৷ মিছিল ও জমায়েতে অন্যান্যদের মধ্যে বক্তব্য র াখেন বাগান বাজার অঞ্চল সম্পাদক শংকর দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
এদিকে, কেন্দ্রীয় সরকারের ষরযন্ত্রের প্রতিবাদে জনগনের স্বাধীন মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ায় নয়দফা দাবিতে গর্জে উঠল সিপিআইএম বাগন বাজার অঞ্চল কমিটি সারা রাজ্যের সাথে সাথে বাগান বাজার অঞ্চলের বামপতি সহ৷ গনতান্ত্রিক নারী সমিতি হাত, যুব, কৃষকদের গর্জমান মিছিল বাগান বাজারের বিভিন্ন পথ প্রায় ৪ কিমি পথ পরিক্রমা করে লাল ঝান্ডার গর্জমান মিছিল বিকাল ৪ টায় অঞ্চল এলাকার ৫টি গ্রাম সভার শত শত নারী পুরুষরা বিক্ষোব মিছিলে পা মেলান মিছিলে উপস্থিত ছিলেন মহকুমা সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য প্রনব চক্রবর্তী, সিপিআইএম বাগান বাজার অঞ্চল সম্পাদক শংকর দাস, খেত মজুর ইউ নিয়নের নারী সমিতির৷ এস এফ আই, ডি ওআই এফ আই নেতৃত্ব সহ অন্যান্যরা মিছিল শেষে হয় আলোচনা সভা সভায় ভাষন রাখেন প্রনব চক্রবর্তী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *