BRAKING NEWS

কমলপুরে যান সন্ত্রাসে গুরুতর দুই যুবক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৪ জানুয়ারি ৷৷ দুটি বাইকের মুখোমুকি সংঘর্ষে গুরুতর জখম এক সুকল শিক্ষক সহ এক বাইক আরোহী৷ ঘটনা সোমবার দুপুরে কলাছড়ি পঞ্চায়েত সংলগ্ণ এলাকায়৷ ঘনটার বিবরনে জানা যায় টি আর ০৪- ৭৪৯৯ ও টি আর ০৪- ৬৭২৬ নম্বরের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে কমলপুরের কলাছড়ি পঞ্চায়েত সংলগ্ণ এলাকায়৷ এতে জখম হন দুই জন বাইক আরোহী৷ একজন অমর দেব,  পেশায় তিনি সুকল শিক্ষক৷ অপর আরেক জন বাইক আরোহী হলেন বিশ্বজিৎ ঘোষ, পেশায় দিনমজুর৷ বাইক দুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন শিক্ষক অমর দেব৷ দুর্ঘটনার পরে বাইক আরোহী দুজনকে কমলপুর বি এস এম হাসপাতালে আনা হলে অমর দেবের জখম বেশী হওয়ার তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শী রাখাল দাস জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *