তেলিয়ামুড়ায় বন্য হাতি পিষে মারল এক ব্যক্তিকে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ ফেব্রুয়ারী৷৷ জঙ্গলে গবাদি পশু চড়াতে গিয়ে  বন্য দাঁতাল হাতির পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ৪০ উর্ধ রাখালের৷ ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন কপালীটিলা এলাকায়৷ মৃত রাখালের নাম রাখাল ভৌমিক৷ তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর কপালিটিলা এলাকার বাসিন্দা রাখাল ভৌমিক প্রতিদিনের মতো গৃহপালিত গরু চড়াতে যায় বাড়ির পার্শবর্তী শালবাগানের জঙ্গলে৷  শনিবার সন্ধ্যা ঘনিয়ে আসলে জঙ্গল থেকে অন্যান্য মানুষজনরা নিজেদের বাড়িতে চলে আসলেও রাখাল ভৌমিক বাড়ি ফিরেনি৷ সন্ধ্যার পরে রাখাল ভৌমিক বাড়িতে না আসাতে বাড়ির লোকেরা খোঁজখবর নেওয়া শুরু করে এবং জঙ্গলে তল্লাশি চালায়৷ শালবাগান এলাকায় রাখালের গরুটি পায় বাড়ির লোকজনরা৷ শালবাগান এলাকার থেকে একটু গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে রাত আনুমানিক নয়টা নাগাদ মৃতদেহটি দেখতে পায় তারা৷  বাড়ির লোকেরা খবর দেয় তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীদের৷ বনদপ্তরের কর্মীরা রাখালের মৃতদেহটি তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে৷  বন্য হাতির আক্রমণে রাখাল ভৌমিকের মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য এবং শোকের ছায়া বিরাজ করছে৷    এদিকে রাখালের মৃত্যুর ঘটনার খবর পেয়ে রাখালের বাড়িতে ছুটে যায় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা সহ প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকার এবং টুটন দেব৷ প্রত্যেককেই তার অকাল প্রয়াণ শোক৷