অবৈধ সম্পর্কের জেরে নববধূর আত্মহত্যার চেষ্টা

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ জানুয়ারি৷৷ অবৈধ সম্পর্ক ধরা পড়ায় গায়ে আগুন লাগিয়ে অত্মহত্যার চেষ্টা এক নববধূর৷ ঘটনা স্বামীর সহজ সরলতার সুযোগ নিয়ে দীর্ঘ কয়েক মাস যাবত প্রতিবেশী এক যুবকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে এই নববধূ৷ গত শনিবার রাত্র ১০টায় নাগাদ পরিবারের লোকজন তাদের অবৈধ সম্পর্ক ধরে ফেলতেই লোক লজ্জার ভয়ে রবিবার সকাল ১০টায় নাগাদ নিজের শরীরে আগুন লাগিয়ে অত্মহত্যার চেষ্টা করে বলে জানায় পরিবারের লোক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দক্ষিম পুলিনপুর এলাকায়৷
ঘটনার বিবরনে জানা যায় আজ থেকে প্রায় ১০ মাস আগে তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকার নিরঞ্জন দাসের মেয়ে সুমিত্রা দাসের (১৮) সাথে দক্ষিণ পুলিশ পুর এলাকার দীপক দাসের সাথে সামাজিত বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই স্বামী সহজ ও সরল হওয়ায় সংসার সুখের ছিল না৷ গত লক্ষীপুজার পর থেকেই ঐ এলাকার এক প্রতিবেশী যুবক অনিমেষ দাসের সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে৷ দীর্ঘদিন ধরে পরিবারের লোক এই ঘটনা ধরার চেষ্টা করেও চালান অনিমেষকে ধরতে পারেন গত শনিবার রাত্রে স্বামীর উপস্থিতিতেই সহজ সরল দিপক কে প্রানে মারার হুমকি দিয়ে ঐ বধুর সঙ্গে সম্পর্কে শিপ্ত হয়৷ ঘটনার আচ পেয়ে পরিবারের লোক তাদের হাতে নাতে ধরে ফেলে৷ পুলিশে খবর দিতে চাইলে অনিমেষের মা, বাবা ঐ পরিবারের হাতে পা যে ধরে শলিপি সভার মাধ্যমে ঘটনা শেষ করবে জানায়৷ আজ সকালে সলিপি সভার আগেই নববধু গায়ে আগুন দেয়৷ খবর দেওয়া হয় অগ্ণি নির্বাপক দপ্তরে৷ তারা এসে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আগরতলা জিবিতে রেফার করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *