BRAKING NEWS

বিজেপি-আইপিএফটি জোটই একমাত্র জনজাতিদের কল্যাণে কাজ করেছে এবং কাজ করবে: আইপিএফটি

আমবাসা(ত্রিপুরা), ফেব্রুয়ারি ১২(হি.স.): ২০১৮ তে ক্ষমতায় আসার পর রাজ্যের জনজাতি অংশের মানুষের কল্যাণে কাজ করেছে। এবারও ক্ষমতায় এসে একমাত্র এই সরকার জনজাতিদের জন্যবকাজ করবে। রবিবার কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বললেন বিজেপির জোট সঙ্গী আই পি এফ টি নেতৃত্ব।এদিন কমলপুর প্রেস ক্লাবে আইপিএফটির কমলপুর সাবডিভিশনাল কমিটির পক্ষ থেকে রাজ্য কমিটির সহ সম্পাদক মলিন দেববর্মা, মহকুমা কমিটির সম্পাদক সমীর কুমার দেববর্মা, মহকুমা কমিটির সভাপতি প্রমোদ দেববর্মা এবং রাজ্য কমিটির সদস্য গগন দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালে বিজেপি-আইপিএফটি ক্ষমতায় আসার পরই কেবলমাত্র জনজাতিদের কল্যাণে কাজ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কল্যাণ, কর্মসংস্থান সহ সবক্ষেত্রে জনজাতিদের কল্যাণে কাজ করে চলেছে। কেবলমাত্র এই সরকারই আগামীদিনে জনজাতিদের কল্যাণে কাজ করবে। বিরোধি বাম-কংগ্রেস জোট , তৃণমূল কংগ্রেস কিংবা তিপ্রা মথা মানুষকে বিভ্রান্ত করতে ময়দানে নেমেছে। মানুষ এদের গণবর্জন করেছে।এদিন সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ দাবী করেন বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি-আইপিএফটি জোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *