BRAKING NEWS

Blowing anger against SI : বাইখোরা থানার এসআই চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। বাইখোরা থানার এসআই চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। তিনি নিজেই মতামত অবস্থায় এলাকায় নানা অসামাজিক কাজ কর্মে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ। অবিলম্বে তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি উঠেছে।বাইখোড়া থানার এ এস আই চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে একরাশ ক্ষোভ জন্মেছে বাইখোড়া এলাকাবাসীর মধ্যে।চন্দ্রকেতু দের্বমা প্রতিনিয়ত মদমত্ত অবস্থায় লোকজনদের থেকে রাস্তায় বসে অবৈধভাবে টাকা সংগ্রহ করেন বলে অভিযোগ ।

চন্দ্র কেতু ত্রিপুরার দৌতলে বাইখোড়া থানার সহযোগিতায় থানা চত্বরে ও সমগ্র বাইখোড়া এলাকাজুরে নেশার রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী। বুধবার রাত্রি বেলায় চন্দ্র কেতু ত্রিপুরার অপর এক চিত্র ফুঁটে উঠলো । বুধবার রাত্রি বেলায় এ এস আই চন্দ্র কেতু ত্রিপুরার নাইট ডিউটি থাকা সত্বেও তিনি নিজ ডিউটি পালন না করে বাইখোড়ার কালমা এলাকায় আয়োজিত অরকেষ্টারের গানে যোগ দিতে চলে যান । তিনি মদমত্ত অবস্থায় গান চলাকালিন সময়ে গানের স্টেইজে উঠে বেসুর আওয়াজে গান গাইতে শুরু করেন এমনটাই লক্ষ করা যায়। এতে করে ক্ষুব্ধ হয়ে পরে এলাকাবাসী। চন্দ্রকেতু ত্রিপুরা একজন পুলিশ কর্মী হওয়ার সুবাদে কেউ উনাকে কিছু বলতে সাহস দেখায় নি। সকলে চাইছেন চন্দ্রকেতুকে বাইখোড়া থানা থেকে অনত্র সরিয়ে নেওয়া হোক। এখন দেখার বিষয় চন্দ্র কেতুর এইধরনের চিত্র ও কার্যকলাপ প্রকাশের পর উচ্চপদস্থ আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *