BRAKING NEWS

মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেল, পৌঁছল সর্বকালীন উচ্চতায়

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): মূল্যবৃদ্ধিতে নিয়মিত নতুন রেকর্ড গড়েই চলেছে পেট্রোল-ডিজ়েল। বিগত দু’দিন জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকলেও, বুধবার ফের বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। রেহাই মিলছে না উৎসবের মরসুমেও। দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৮-টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে, কলকাতায় এবার ১০৯-টাকা ছুঁতে চলেছে পেট্রোলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে মুম্বই ও চেন্নাইতেও।

বুধবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০৭.৯৪ টাকা এবং ডিজেল ৯৬.৬৭ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ১১৩.৮০ টাকা ও ডিজেল ১০৪.৭৫ টাকা। কলকাতাও বেশি দূরে নেই। কলকাতায় বুধবার লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১০৮.৪৫ টাকায় এবং ডিজেলের বর্ধিত দাম ৯৯.৭৮ টাকা। চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০৪.৮৩ টাকা ও ডিজেল ১০০.৯২ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *