BRAKING NEWS

ত্রিপুরায় শান্তির দাবিতে আগামীকাল গণ অবস্থান কংগ্রেসের

আগরতলা, ২৭ অক্টোবর (হি. স.) : অশান্ত হয়ে রয়েছে ত্রিপুরা। চারিদিকে চলছে শুধুই হামলা-হুজ্জুতি। শাসক সমর্থিত দুষ্কৃতিদের হামলার প্রতিবাদে আগামীকাল আগরতলায় পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে ৮ ঘন্টার গণ অবস্থানে বসবে প্রদেশ কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা। সাথে তিনি জানিয়েছেন, পুর নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, সময় মতো প্রার্থী ঘোষণা দেবে কংগ্রেস।


এদিন বীরজিত বাবু অভিযোগ করেন, রাতের অন্ধকারে, এমনকি প্রকাশ্য দিবালোকে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা বিরোধীদের উপর হামলা করছে। বাড়িঘর ভাংচুর চালানো হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমনের ঘটনায় ত্রিপুরায় ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। তাঁর দাবি, অশান্তির এই পরিবেশ থেকে ত্রিপুরাবাসীকে মুক্তির প্রশ্নে মুখ্যমন্ত্রীর কঠোর হাতে ব্যবস্থা নেওয়া উচিত। অথচ, তিনি শান্তি ভগ্নকারীদের প্রশ্রয় দিয়ে চলেছেন, নিশানা করেন বীরজিত সিনহা।


তাঁর ঘোষণা, ত্রিপুরায় শাসক দল সমর্থিত দুস্কৃতিকারীদের অত্যাচারের প্রতিবাদে আগামীকাল সকাল ১১টায় কংগ্রেস ভবনের সামনে ৮ ঘন্টার গণ অবস্থান পালন করা হবে। শান্তির পরিবেশ ফিরিয়ে আনতেই হবে, গণ অবস্থান মঞ্চ ত্রিপুরা সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হবে।


এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, পুর নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, খুব শীঘ্রই প্রদেশ কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা দেবে। আগামী ১ অক্টোবর কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপির শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। কারণ, লাগাতর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ত্রিপুরা সরকার কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। তাই, আসন্ন পুর নির্বাচনে বিজেপির বিকল্প একমাত্র কংগ্রেস তা প্রমাণিত হবে, দৃঢ়তার সাথে বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *