BRAKING NEWS

Blocked the road again demanding drinking water : পানীয় জলের দাবিতে আবারো পথ অবরোধ করলেন গন্ডাছড়া এলাকার মানুষজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। পানীয় জলের দাবিতে আবারো পথ অবরোধ করলেন গন্ডা ছড়া এলাকার মানুষজন। সরমা বাজারে অবরোধ করার ফলে দুর্ভোগে চরম আকার ধারণ করে। পানীয় জলের দাবিতে শনিবার গন্ডাছড়া সরমা বাজারে রাস্তা অবরোধ করে এলাকাবাসী। এদিন সকাল থেকে সরমা বাজার সহ আশপাশ নারায়নপুর এবং সরমা এলাকার বাসিন্দারা গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তার সরমা বাজারে রাস্তা অবরোধে বসেন।

রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকরা সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীরা জানিয়েছেন গত বেশ কিছুদিন যাবৎ এলাকার পানীয় জলের পাম্প মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে । পাম্প মেশিনটি সাড়াই করার জন্য গ্রামবাসীরা দপ্তরের আধিকারিকদের জানানোর পরও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা আজ রাস্তা অবরোধে বসেন। অবরোধকারীরা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত পাম্প মেশিনটি সাড়াই করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের রাস্তা অবরোধ চলতেই থাকবে। এদিকে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারন করে।অবশেষে প্রশাসনের কর্মকর্তারা পানীয় জলের সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলেন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিলে তারা পথ অবরোধ মুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *