BRAKING NEWS

নির্বাচনী প্রচারে নিজের দলের নেতাদেরও সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী

হুগলি, ৮ মে (হি.স.) : লোকসভা নির্বাচনের প্রচার পর্বে একটানা বিজেপি, সিপিআইএম, কংগ্রেসকে আক্রমণ করেছেন৷ কিন্তু হুগলির আরামবাগের সভায় গিয়ে বিরোধীদের আক্রমণের পাশাপাশি নিজের দলের নেতাদেরও সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রী বুঝিয়েই দিলেন, আরামবাগে নেতাদের দ্বন্দ্বই শাসক দলের অন্যতম প্রধান চিন্তা৷

তবে আত্মবিশ্বাসী মমতা বলেন, মানুষই হারিয়েছে, মানুষই জেতাবে৷ গত বিধানসভা নির্বাচনে আরামবাগ লোকসভার অন্তর্গত খানাকুল, পুরশুড়ার মতো আসনগুলি দখল করে নেয় বিজেপি৷ এবারের লোকসভা নির্বাচনে আরামবাগে প্রার্থীও বদল করেছে তৃণমূল৷ অপরূপা পোদ্দারের বদলে সেখানে প্রার্থী করা হয়েছে মিতালী বাগকে৷

তৃণমূলের চিন্তা যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, তা বুঝিয়ে দিয়েই আরামবাগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক কষ্টে আরামবাগ উদ্ধার হয়েছে। আমাদের স্থানীয় নেতাদের বলব কে বড় নেতা আর কে ছোট নেতা দেখবেন না। মানুষের কথা ভাবুন। খানাকুল আর পুড়শুড়ায় একটু সমস্যা আছে। মানুষ হারিয়েছে আবার মানুষ জেতাবে।

গত বিধানসভা ভোটের ফলাফলের ভিত্তিতে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আরামবাগে এবার যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে৷ সম্ভবত সেই কারণেই এদিন দলের নেতাদের উদ্দেশে সতর্কবার্তা শোনা গেল তৃণমূলনেত্রীর মুখে৷

তাঁর সভার জন্য এদিন আরামবাগ স্টেশন থেকে কালীপুর মোড় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। হুগলি ছাড়াও বর্ধমান, বাঁকুড়া, হাওড়া জেলা থেকেও বহু তৃণমূল কর্মী-সমর্থকরাও এই সভায় এসেছেন তৃণমূল নেত্রীর বক্তব্য শুনতে৷ এই নিয়ে আরামবাগে দ্বিতীয়বার এলেন মমতা। এর আগে আরামবাগের এই একই জায়গায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লোকসভা থেকেই মাত্র ১,১৪২টি ভোটে জিতে গতবার সাংসদ হয়েছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। যদিও এবার তাঁর বদলে মিতালি বাগকে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির৷ এবার আরামবাগ তৃণমূলের হাতে থাকে কিনা সেটাই দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *