BRAKING NEWS

Rains at kashmir : মেঘভাঙা বৃষ্টির জের, কাশ্মীরে হড়পা বানে শিশু-সহ মৃত চার, নিখোঁজ ১

শ্রীনগর, ১২ সেপ্টেম্বর (হি.স) : প্রবল বৃষ্টিতে ভাসছে রাজধানী দিল্লি৷ উত্তরের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত হয়েই চলেছে৷ এর মধ্যে কাশ্মীরের রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গেল পাঁচ জন৷ ইতিমধ্যে চারজনের দেহ খুঁজে পাওয়া গিয়েছে৷ মৃতদের মধ্যে দুই শিশু এবং এক নাবালিকাও আছে৷ নিখোঁজ আরও একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে৷ মহম্মদ তারিক খারি (৮), শাহনাজা বেগম (৩০), নাজিয়া আখতার (১৪) এবং আরিফ হুসেন খারি (৫)-র মৃত্যু হয়েছে৷ নিখোঁজ মহম্মদ বাশির খারি (৮০)-র ও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷

রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টি নামে৷ একটি উপজাতি সম্প্রদায়ের পাঁচজন হড়পা বানে ভেসে গিয়েছে৷ তার পর থেকে কোনও খোঁজ নেই তাঁদের৷ সকলেই একই পরিবারের সদস্য বলে জানা যায়৷ নিখোঁজদের সন্ধান পেতে উদ্ধারকার্যে নামে এসডিআরএফ৷ যদিও স্থানীয়রা জানান, ওদের বাঁচার সম্ভাবনা কম৷
সেই আশঙ্কা শেষমেষ সত্যি হল৷ কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস কাশ্মীর জানিয়েছে, রাফিয়াবাদ এলাকায় থাকত ওই পরিবার৷ প্রবল বৃষ্টিতে ভেসে যায় সকলে৷ তাতে ৷ ঘটনাস্থলে রয়েছে পুলিশ৷ কিন্তু পুলিশ বা প্রশাসনের তরফে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি৷ যদিও পুলিশ সূত্রে খবর, চারজনের দেহ পাওয়া গিয়েছে৷ পঞ্চম জনের খোঁজ চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *