BRAKING NEWS

আবেদন খারিজ সুপ্রিমকোর্টে, জেলের পথে যাত্রা চিনাম্মার

চেন্াই, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : শারীরিক অসুস্থতার কারণে চিনাম্মা শশীকলার আত্মসমর্পণ করার জন্য বেশ কিছু বাড়তি সময়ের আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট| এই আবেদন খারিজ হওয়ার ফলে চিনাম্মা শশীকলার হাজতবাস এখন সময়ে অপেক্ষা| এদিকে, এদিন এই রায়ের পরে কার‌্যত ভেঙে পড়েন শশীকলা| তবে অবশেষে আত্মসমর্পণের জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন| তার আগে হাজির হন আম্মার সমাধিস্থলে|
উল্লেখ্য, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় মঙ্গলবার শশীকলাকে চারবছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট| এই রায়ের ভিত্তিতেই রাতারাতি চিনাম্মাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত| কিন্তু সুপ্রিমকোর্টের এই রায়েরই বিরোধিতা করে তিনি শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে আত্মসমর্পণ করার জন্য বেশ কিছুটা বাড়তি সময়ের আবেদন জানান| কিন্তু ৱুধবার সেই আবেদনই খারিজ করে দিল সুপ্রিমকোর্ট| নিজেদের রায়েই অটল থেকে সুপ্রিমকোর্ট জানিয়েছে, শশীকলাকে আত্মসমর্পণের জন্য কোনও বাড়তি সময় দেওয়া হবে না|
প্রসঙ্গত, ৬৬ কোটি টাকা তছরুপের অভিযোগ ছিল শশীকলা নটরাজনের বিরুদ্ধে| আর সেই ভিত্তিতেই সুপ্রিমকোর্ট চারবছরের জেল হেফাজত এবং ১০ কোটি টাকার জরিমানা করেছে চিনাম্মাকে| ৱুধবার শীর্ষ আদালতে আবেদন খারিজ হয়ে যাওয়ার পর কার‌্যত ভেঙে পড়েন তিনি| অবশেষে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেও জেলে যাওয়ার আগে আম্মা জয়ললিতার সমাধিস্থলে হাজির হন শশীকলা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *