পপ গান শোনার অপরাধ, নাবালকের ধর থেকে মুণ্ডু আলাদা করল আইসিস

muder photoমোসুল, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): জঙ্গিগোষ্ঠীর বেঁধে দেওয়া বিধিনিষেধ না মেনে বাবার দোকানে বসে পপ গান শুনছিল ১৫ বছরের আয়হাম হুসেন| খবর চলে যায় আইসিস জঙ্গিদের কাছে| আয়হামকে ধরে নিয়ে যাওয়া হয় জঙ্গিদের ডেরায়| এরপর ওই নাবালকের ধর থেকে মুণ্ডু আলাদা করে দেয় জঙ্গিরা| ইরাকের মোসুল শহরের ঘটনা| এই শহর এখন আইসিস-এর দখলে|
এর আগে সমকামীদের হত্যা, পতিতাদের ধর্ষণ করে খুন সহ একাধিক নৃশংসতার নজির রেখেছে আইসিস| কিন্তু, গান শোনার জন্য সাধারণ মানুষকে গলা কেটে হত্যা করা এই প্রথম| আয়হামের বাবার মুদিখানার দোকান আছে| অবসর সময়ে সিডি-তে গান চালিয়েছিল সে| খবর পেয়েই চলে আসে আইসিস জঙ্গিরা| তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় জঙ্গিদের ডেরায়| এরপর গর্দান দেওয়া হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *