পরিষেবা শিকেয়, কোটি কোটি টাকার ঘোটালা, উন্নয়ন দেখাতে আরও একটি হাসপাতালের যাত্রা

Healthনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ জানুয়ারি৷৷ স্বাস্থ্য পরিষেবা শিকেয় তুলে দপ্তরের একাংশ কর্মী ও আধিকারিক কোটি কোটি টাকা আত্মসাৎ করে চলেছেন৷ এদিকে, রাজ্য সরকার উন্নয়ন দেখানোর জন্য একের পর এক স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল উদ্বোধন করে চলেছে৷ এই হাসপাতালগুলিতে মিলছে না সঠিক চিকিৎসা পরিষেবা৷ বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনা প্রায়শই ঘটে চলেছে৷ নেই বিশেষজ্ঞ চিকিৎসক৷ রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তা অস্বীকার করার মতো সুযোগ নেই৷ তবে পরিকাঠামো উন্নত হয়েছে৷ কিন্তু উন্নত হয়নি পরিষেবার মান৷
ঊনকোটি জেলার জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে ৩২ কোটি ৩৩ লক্ষ টাকা কেলেঙ্কারির সাথে জড়িত দপ্তরের আধিকারিক সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে৷ এই কেলেঙ্কারিরর সাথে জড়িত ও যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা বর্তমানে জামিনে রয়েছে৷ খবর পাওয়া গেছে কয়েকজন চিকিৎসকসহ ঐ সময়ের সিএমও জড়িত রয়েছেন৷ বর্তমানে তাঁকে অন্যত্র বদলি করা হয়েছে৷ জানা গেছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে কয়েকজন চাকুরি থেকে অবসর নিয়েছেন৷ কংগ্রেস দল একসময় বাজার গরম করেছিল এই বিশাল টাকা নয়ছয় করার প্রতিবাদে৷ ঘেরাও অভিযান, বনধ্ বিভিন্ন সভায় এর বিরুদ্ধে বক্তব্য রেখেছিল ঊনকোটি জেলার কংগ্রেস নেতৃত্ব৷ বেশ কিছুদিন ধরে ওরা চুপ কেন৷ এই বিষয়ে কোন কথা বলছে না কংগ্রেস নেতারা এই বিষয়ে কৈলাসহরবাসীর মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে৷ উচচ আদালতে যে মামলা হয়েছে, সে মামলার তদন্ত একজন অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক রয়েছেন৷ উনার তদন্তে কি পাওয়া গেছে তা জানা যায়নি৷ এত বড় অঙ্কের টাকা স্বাস্থ্য দপ্তরে আর কোন দিন রাজ্যের কোন জেলাতে হয়েছে তার খবর পাওয়া যায়নি৷ এমন অবস্থায় কৈলাসহর একের পর এক হাসপাতাল উদ্বোধন হচ্ছে৷ নেই কোন উন্নত পরিষেবা৷ ছুটে যেতে হয় আগরতলায় বা পার্শ্ববর্তী আসাম রাজ্যে৷ আগামীকাল ১০ সজ্জা বিশিষ্ট একটি হাসপাতাল উদ্বোধন হচ্ছে মুরইবাড়ি উপজাতি এলাকায়৷ কিন্তু পরিষেবা কতটুকু হবে তা বলা যাচ্ছে না৷ এর কারণ হল এর পূর্বে ইরানি ও চন্দ্রীপুর ব্লকের আওতাধীন একটি হাসপাতাল হয়েছিল৷ তার মধ্যে পরিষেবার কোন মিল নেই৷ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *