বিজেপি ত্রিপুরায় দূর্বল হয়ে পড়েছে : অল্কা লাম্বা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ বিজেপিকে পরাস্ত করে কংগ্রেস ও বামফ্রন্ট জোট রাজ্যে সরকার গঠন করছেই৷ রবিবার দুপুরে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে  দৃঢ়তার সঙ্গে একথা বলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র অলকা লাম্বা৷ তিনি বলেন ভাজপা দুর্বল হয়ে পড়েছে৷ রাজ্যে ভাজপা নেতাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে৷ পায়ের তলার মাটি হারিয়ে তারা এখন কেন্দ্রীয় নেতাদের উপর নির্ভরশীল৷ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় সভাপতি সহ ঝাকে ঝাকে নেতারা ত্রিপুরায় এসে হুমরি খেয়ে পড়ে থাকতে বাধ্য হচ্ছেন৷ সংসদ অধিবেশন চলাকালে গুরুত্বপূর্ণ কর্মসূচি কাটছাট করে তারা রাজ্যে আসতে বাধ্য হচ্ছেন৷ বিগত পাঁচ বছরে ত্রিপুরায় বিজেপির শাসনে মানুষ দিশেহারা৷ বিজেপির কেন্দ্রীয় নেতারাও তা বুঝতে সক্ষম হয়েছেন৷ বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী করার পর দলে অস্তিত্ব সংকর দেখা দিয়েছে৷ এখনো পর্যন্ত আটজন বিধায়ক দল  ও সহযোগী ত্যাগ করেছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ঘায়ে মলম দেওয়ার জন্য শেষ পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ এমনকি তাকে রাজ্যের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সংসদে পাঠানো হয়েছে৷ হরিয়ানায় দলের প্রভারী হিসেবে নিযুক্ত করা হয়েছিল৷ সেখানেও বিপ্লব দেব চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন৷ বিপ্লব দেবকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দলের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ণে ড মানিক সাহাকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসেন করা হয়৷  সহযোগী দল আইপিএফটি ভেঙ্গে খানখান হয়ে গেছে৷ এখন আর সেই আঁতাত মজবুত নয়৷ সে কারণেই আইপিএফটিকে বাদ দিয়েই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছিল৷ শেষ পর্যন্ত ৫টি আসন তাদের জন্য ছেড়ে দেওয়া হয়৷ এসব করে রেহাই পাবে না তারা৷ এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হবে বলে মন্তব্য করেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র অলকা লাম্বা৷ সাংবাদিকদের প্রশ্ণের জবাবে তিনি বলেন শুধু ত্রিপুরাতে বাম কংগ্রেস জোট নয় দেশের সাতটি রাজ্যে বাম এবং কংগ্রেসের মজবুত জোট রয়েছে৷ এবারের নির্বাচনে বিজেপিকে  শোচনীয় ভাবে হারিয়ে কংগ্রেস বামফ্রন্ট জোট ক্ষমতায় আসছে বলে তিনি দাবি করেন৷ বিজেপিকে তিনি সাম্প্রদায়িক বলেও আখ্যায়িত করেন৷ তারা পায়ের তলার মাটি হারিয়ে ধন-বল প্রয়োগ করে ক্ষমতায় আসতে চাইছে৷ কংগ্রেসের জাতীয় মুখপাত্র নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন সংঘটিত করার জন্য রাজনৈতিক দলের কর্মী এবং ভোটারদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কংগ্রেসের জাতীয় মুখপাত্র অলকা লাম্বা বলেন তিনি কংগ্রেস প্রার্থীর কাছে শোচনীয় ভাবে পরাজিত হবেন৷ টাউন বড় দোয়ালী কেন্দ্রে  কংগ্রেস প্রার্থী আশীষ সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকেও কংগ্রেস প্রার্থী হারিয়ে তা প্রমাণ করেছে৷ উত্তরাখণ্ডে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে  কংগ্রেস জয়ী হয়েছে ঠিক সেভাবেই ত্রিপুরাতেও মুখ্যমন্ত্রী কে হারিয়ে বিজেপি প্রার্থী জয়ী হবেন বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন৷  রাজ্যে ইতিমধ্যে বিজেপির অন্তর কোন্দল চরম আকার ধারণ করেছে বলে তিনি জানান৷ সে কারণেই বিজেপির নেতারা দল ছাড়ছে৷ কংগ্রেসের শাসিত রাজস্থান সরকারের প্রসঙ্গ টেনে অলকা লাম্বা বলেন সেই রাজ্যে কংগ্রেস ক্ষমতাশীল হওয়ার পর রান্নার গ্যাসে সাবসিটি বাড়িয়ে মাত্র ৫০০ টাকার বিনিময়ে সিলিন্ডার সরবরাহ করছে৷ ত্রিপুরাতেও কংগ্রেস বামফ্রন্ট জোট ক্ষমতায় আসলে সমপরিমাণ সাবসিডি দিয়ে  বছরে ছুটি রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে বলে জানান তিনি৷ কর্মচারীদের ক্ষেত্রে পুরনো পেনশন প্রথা ফিরিয়ে আনা হবে৷ অলকা লাম্বা বলেন, একের পর এক  রাজ্য হাতছাড়া হচ্ছে বিজেপির৷ সাম্প্রতিক কালে হিমাচল প্রদেশে বিজেপির হাত থেকে কংগ্রেস ক্ষমতা ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷  কংগ্রেস বামফ্রন্ট জোট ক্ষমতায় আসলে রাজ্যের প্রতিটি পরিবারকে দেড়শ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করবে বলে অতি জানান৷ বিজেপি শাসনকালে রাজ্যে মহিলাদের ওপর নির্যাতন ও বলৎকারের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন তিনি৷ রাজ্যে ফার্স টেক  কোর্ট না থাকায় মহিলারা যথা সময়ে ন্যায়বিচার পাচ্ছেন না৷ বিজেপি বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলে ফাস্ট টেক কোর্ট স্থাপন করে মহিলাদের দ্রুত বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার নেশা মুক্ত ত্রিপুরা রাজ্যা গঠনের প্রতিশ্রুতি দিয়ে থাকলেও তা করে উঠেনি৷ এ প্রসঙ্গে অলকা বলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাট থেকে আদানের পোর্ট থেকে এসব নেশা সামগ্রী সরবরাহ করা হচ্ছে৷ কংগ্রেস বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলে রাজ্যকে নেশা মুক্ত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন৷ সাংবাদিকদের ওপর এর প্রশ্ণের উত্তরে কংগ্রেসের জাতীয় মুখপাত্র অলকা লাম্বা বলেন কংগ্রেস রাজ্যে ১৩ টি আসনে লড়ছে বলে যা বলা হচ্ছে তা ঠিক নয়৷ রাজ্যের সাতটি আসনেই কংগ্রেস এবং বামফ্রন্ট জোট ঐক্যবদ্ধভাবে লড়ছে৷ প্রতিটি কেন্দ্রে কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা প্রচারে ঐক্যবদ্ধভাবে শামিল হচ্ছেন৷ এ নিয়ে কোন ধরনের বিভ্রান্তির স্থান নেই বলে তিনি উল্লেখ করেন৷ কংগ্রেস এবং বামফ্রন্ট পৃথক পৃথকভাবে যে ঘোষণাপত্র প্রকাশ করেছে তাতে যথেষ্ট তাল মিল রয়েছে বলে দাবি করেন অলকা লাম্বা৷ তিনি বলেন কংগ্রেস ও বামফ্রন্টের যৌথ উদ্যোগে নয়া দিশায় মজবুত হবে ত্রিপুরা রাজ্য৷৷ আগামী ১৬ফেব্রুয়ারি প্রত্যেক নাগরিককে সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার নিজে প্রয়োগ করার জন্য তিনি সকলের প্রতি আবেদন জানান৷