BRAKING NEWS

ত্রিপুরা বিধানসভা নির্বাচন : ভোট গনণার দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, জানালেন অজয় কুমার দাস

আগরতলা, ২৮ফেব্রুয়ারি(হি.স.): ভোট গনণার দিন সদর মহকুমায় আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ আগরতলায় উমাকান্ত একাডেমিতে গণনা কেন্দ্র পরির্দশনে গিয়ে একথা জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস। সাথে তিনি দাবি করে বলেন,সার্বিক নিরাপত্তায় কোনো ত্রুটি থাকবে না।

তিনি বলেছেন, ২ মার্চ ১৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গনণা হবে আগরতলা উমাকান্ত একাডেমিতে। সেজন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাথে তিনি আর জানিয়েছেন, ভোট গনণার দিন কোনো রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য পৃথক পৃথক জায়গায় নিরাপত্তা কর্মীদের অবস্থান করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানিয়েছেন, ভোট কেন্দ্রের বাইরে ও ভিতরে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হবে। গোটা শহরে ৩০টিও বেশি মোবাইল ভ্যানে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা টহলধারী করবে। সারাদিন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা তাঁদের কাজ করবে। এদিন অজয় কুমার দাস জানিয়েছেন, যাদের অপরাধ সংক্রান্ত রের্কড রয়েছে তাঁদের আজ থানায় ডেকে আগাম সতর্ক করে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *