১২ জন সাংসদের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন, তদন্ত করতে বললেন জগদীপ ধনখড়

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ১২ জন সাংসদের সভার নিয়ম লঙ্ঘনের বিষয়টির তদন্তের জন্য উচ্চকক্ষের প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন। সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে সভার কাজকর্মে বাধাদান এবং স্বাধিকার ভঙ্গের অভিযোগের তদন্ত করতে বলা হয়েছে কমিটিকে।

রাজ্যসভার বুলেটিনে বলা হয়েছে, এই ১২ জন সাংসদ সভার নিয়ম এবং শিষ্টাচার লঙ্ঘন করেছেন। বারংবার ওয়েলে নেমে স্লোগান, বিক্ষোভ প্রদর্শনের ফলে সভার কাজ ব্যাহত হয়েছে। রাজ্যসভার এই ১২ জন সাংসদ হলেন-সঞ্জয় সিং, শক্তিসিনহ গোহিল, সুশীল কুমার গুপ্তা, সন্দীপ কুমার পাঠক, নারানভাই জে রাথওয়া, সৈয়দ নাসির হুসেন, কুমার কেটকার, ইমরান প্রতাপগর্হি, এল হনুমান্থিয়াহ, ফুলো দেবী নেতাম, জেবি এম হিশাম ও রণজিৎ রঞ্জন।