ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি।। কলকাতায় আয়োজিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা দলের খেলোয়াড়রা প্রথম দিনেই সাফল্য পেয়েছে। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী কলকাতার সল্টলেকে যুবভারতী স্টেডিয়ামে ৪৩-তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলছে। তাতে ত্রিপুরার পদক জয়ের যাত্রা শুরু হলো আজ, মঙ্গলবার উদ্বোধনী দিন থেকে। ৪৫ থেকে ৫০ বয়স গ্রুপে, মহিলা বিভাগে ১৫০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে মিতালী দেবনাথ স্বর্ণপদক পেয়েছে। ৩৫ থেকে ৪০ বছর বয়স গ্রুপে মহিলা বিভাগে ১৫০০ মিটার দৌড়ে লাকি রায়ও প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতে নিয়েছে। পুরুষদের ট্রিপল জাম্প ও শটগান ইভেন্টে ৫৫ বছর গ্রুপে তপন শীল এবং ৪৫ বছর গ্রুপে প্রশান্ত সরকার শটগান ইভেন্টে অল্পের জন্য পদক হাতছাড়া করেছে চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করার কারণে। বলা বাহুল্য, এবারকার জাতীয় আসরে দেশের ২৮ টি রাজ্য থেকে প্রায় সাড়ে ৬ হাজার প্রতিযোগী এবং অফিসিয়াল সমবেত হয়েছেন। ষাট সদস্য বিশিষ্ট ত্রিপুরা দল এবার জাতীয় আসরে অংশ নিয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরেও ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
2023-02-14

