নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ শনিবার সকালে রাজধানীর এডি নগর থানার অন্তর্গত সূর্য পাড়া এলাকায় কলা বিক্রয় করতে গিয়ে এলাকার কিছু যুবকের হাতে আক্তান্ত হতে হয় এক ব্যক্তিকে৷ জানা যায় জীবন পাল নামে ঐ ব্যক্তি এইদিন সকালে সূর্য পাড়া এলাকায় কলা বিক্রয় করার উদ্দেশ্যে যান৷ সেখানে স্থানীয় শাসক দল সমর্থিত কিছু যুবক কলা বিক্রেতা জীবন পালের কাছ থেকে কলা ক্রয় করে নিজেরা ভাগ করে খেয়ে নেয়৷ জীবন পাল কলার টাকা চাইতেই ঐ যুবকরা জীবন পালের উপর হামলা চালায়৷ জীবন পালকে বেধড়ক ভাবে মারধর করে৷ এতে গুরুতর ভাবে আহত হয় কলা বিক্রেতা জীবন পাল৷ পরে স্থানীয়রা আহত জীবন পালকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়৷ বাড়িতে নিয়ে যাওয়ার পর আহত জীবন পালের স্ত্রী স্বামীকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত জীবন পাল৷
2023-02-11

