ছেলের হাতে আক্রান্ত জন্মদাত্রী মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ ছেলের হাতে আক্রান্ত জন্মদাত্রী মা৷ আক্রান্ত মা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা বুধবার রাতে বিলোনিয়া রামকৃষ্ণ কলোনী এলাকায়৷ ঘটনা বুধবার রাতে বিলোনিয়ার রামকৃষ্ণ কলোনী এলাকায়৷ আহত পুতুল ঘোষ জানান সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ওনার বড় ছেলে রাজু ঘোষ ওনাকে মারধর করেছে৷ ওনার স্বামীর নামে থাকা জায়গা ইতিমধ্যে তিনি দুই ছেলের মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছেন৷ নিজে থাকার জন্য সামান্য কিছু জায়গা রাখেন৷ সম্প্রতি বড় ছেলে ওনার জায়গায় ঘর তৈরি করে৷ সেই ঘরটি তিনি ভেঙ্গে ফেলেন৷ তার জন্য ওনার বড় ছেলে ওনাকে মারধর করেছে৷ তিনি আরও জানান ইতিপূর্বে গ্রামীণ শালিসি সভা হয়৷ সেই সভায় ঠিক হয় পুতুল ঘোষকে ওনার দুই ছেলে মাসে দেড় হাজার টাকা করে তিন হাজার টাকা প্রদান করবে এবং থাকার জন্য ঘর তৈরি করে দেবে৷ কিন্তু বড় ছেলে কোন কিছুই করেনি৷ তার উপর বুধবার রাতে ওনাকে মারধর করেছে৷ বর্তমানে তিনি বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বড় ছেলে রাজু ঘোষের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান৷ সামাজিক অবক্ষয়ের এই ধরনের ঘটনায় ছিঃ ছিঃ রব উঠছে৷