Hospital Pipeline Cut : তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শৌচাগারের পাইপ লাইন কেটে দুর্গন্ধে গোটা এলাকা ছেয়ে গেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। । সংস্কারের কোন পদ্ধতি করছেন না দায়িত্বপ্রাপ্ত হাসপাতাল কর্তৃপক্ষ। নিজেদের দায়িত্ব পৌর পরিষদের ঘাড়ে চাপিয়ে দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালের শৌচালয়ের পাইপলাইন ফেঁটে দুর্গন্ধময় গোটা হাসপাতাল চত্বর। কুম্ভ নিদ্রায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।

দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ছিঃ ছিঃ রব উঠেছে গোটা হাসপাতাল চত্বরে। জানা যায়, গত কয়েক বছর আগে বিগত সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে ঘটা করে উদ্বোধন হয়েছিল এই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল। স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে গ্রামীণ হাসপাতাল থেকে তেলিয়ামুড়ায় গড়ে উঠেছিল মহকুমা হাসপাতাল। বর্তমানে একমাত্র সংস্কারের অভাবে হাসপাতালটির দৈন্যদশা। একে অপরের উপর দায়ভার চাপিয়ে দিয়ে মাসে মোটা অঙ্কের মাইনে পকেটে পুরছে। অথচ দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পেছনের দিকে শৌচালয়ের পাইপলাইন ফেঁটে গিয়ে দুর্গন্ধময় গোটা হাসপাতাল চত্বর।এ প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক অজিত দেববর্মার কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যান কোনো এক অজ্ঞাত কারণে। একবার মুখ খুলেই দায়ভার চাপিয়ে দেন তেলিয়ামুড়া পুর পরিষদের উপর।


এখন দেখার বিষয়, হাসপাতালে হাল ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন কিনা উর্দ্ধতন কর্তৃপক্ষ। অবিলম্বে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এই দুর্দশা লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোগী সাধারণ সহ স্থানীয় জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *