National Road blockade : মুঙ্গিয়াকামীতে জাতীয় সড়ক অবরোধ পানীয় জলের দাবীতে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ অক্টোবর৷৷ পরিস্রুত পানীয় জলের দাবিতে মুঙ্গিয়াকামি ব্লক এলাকার ৩৬ মাইলে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন প্রমিলা বাহিনী৷ অবরোধের ফলে জাতীয় সড়কে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং তাতে জনদুভর্োগ চরম আকার ধারন করে৷তেলিয়ামুড়া মহাকুমার প্রত্যন্ত মুঙিয়াকামি ব্লকের বিভিন্ন এলাকা গুলিতে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট চলছে৷ পরিস্থিতি মোকাবেলায় ডিডাব্লিউএস দপ্তরের উদ্যোগে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাম্প মেশিন বসানোরর জন্য পরীক্ষামূলক খনন করার কাজ চলছে৷ এই খননকাজ বনদপ্তর কর্তৃক বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে৷ ফলে পানীয় জলের উৎস সন্ধানে কাজ স্তব্ধ হয়ে পড়েছে৷ ফলশ্রুতিতে পানীয় জল থেকে বঞ্চিত এলাকাবাসীরা৷ এর প্রতিবাদে ১৮ মুড়া পাহাড়ে ৩৬ মাইল এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে জনজাতি মা-বোনেরা৷ বুধবার আনুমানিক সাড়ে নটা নাগাদ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ওই এলাকায় বসবাসকারী উপজাতি অংশের মা-বোনেরা৷


সংবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাসকারী ১৫০টি পরিবার পানীয় জলের জন্য দাবি করে যাচ্ছে৷প্রতিদিন ছড়া কিংবা লুঙ্গার অপ্ররিশ্রুত পানীয় জল পান করে জল বাহিত নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে তাদের৷ বর্তমান সরকারের উদ্যোগে ডিডাব্লিউএস দপ্তর ১৮ মুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায় পাম্প মেশিন বসানোর জন্য পরীক্ষামূলক খননকার্য চলছে৷ বিগত কিছুদিন পূর্বে বনদপ্তর নির্দেশিকা দেয় যে জায়গাটিতে খননকার্য চলছে সেটি বনদপ্তরের৷ ফলে খনন কার্য করতে পারবে না৷এ খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষুব্দ এলাকাবাসীরা বুধবার সকাল সাড়ে নটা নাগাদ ১৮ মুড়া পাহাড়ের ৩৬ এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে ৷এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে ডিডব্লিউ এস দপ্তরের এস ডি ও এবং মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও জয়দেব দেববর্মা৷অবরোধকারীদের সাথে কথা বলেন এবং পথ অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানান৷ এদিকে এলাকাবাসীদের অভিমত যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পুরন না হবে এবং বনদপ্তর এর নির্দেশিকা প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলবে৷ অবশ্য পরবর্তী সময়ে আলোচনা ক্রমে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *