Hand over the unused schools : গ্রাম পাহাড়ে অব্যবহৃত সুকলগুলি বেসরকারী সংস্থাকে দেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ নামেমাত্র সুকল নিয়ে রাজ্য সরকার রীতিমতো বিব্রত৷ এই অবস্থায় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গ্রাম পাহাড়ের অব্যবহৃত সুকলগুলিকে বেসরকারী সংস্থার হাতে তুলে দেওয়ার৷ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷


মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, আজ রাজ্য মন্ত্রিসভায় শিক্ষা দপ্তরের অধীনে যে সমস্ত বিদ্যালয় অব্যবহৃত অবস্থায় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়সমূহগুলিত্ দেশের নামিদামি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য এক্সপ্রেশান অব ইন্টারেস্ট আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়৷ এরফলে রাজ্যে গুণগত শিক্ষা বৃদ্ধি পাবে৷ তিনি জানান, বছরে দুবার সংশ্লিষ্ট দপ্তর থেকে কোন কোন বিদ্যালয় অব্যবহৃত অবস্থায় রয়েছে তা চিহ্ণিত করা হবে৷ পাশাপাশি দপ্তরের প্রদত্ত নিয়মাবলির যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান এই অব্যবহৃত বিদ্যালয়গুলি ব্যবহার করার সুুযোগ পাবে৷ এই বিদ্যালয়গুলি পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের বেতন ইত্যাদি সহ সম্পূর্ন ব্যয়ভার বহন করবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বলে মন্ত্রী জানান৷


মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ মিশন ১০০ অন্তর্গত বিদ্যা জ্যোতি সুকল প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই প্রকল্পে রাজ্যের ৮টি জেলা থেকে হাই এবং হায়ার সেকেণ্ডারী লেভেলের ১০০টি বিদ্যালয়কে চিহ্ণিত করা হবে৷ এই বিদ্যালয়গুলিকে সমস্ত রকম সুুযোগ সুুবিধা প্রদান করে সেন্টার অব এক্সিলেন্সের আওতায় আনা হবে৷ এরফলে রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধির পাশাপাশি ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেন বলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান৷ এই প্রকল্পের অধীনে, ৭১টি বাংলা মাধ্যম সুকলকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধিভুক্ত করা হবে৷


তিনি আরও বলেন যে ত্রিপুরায় সুকল শিক্ষা ক্ষেত্রে ব্যক্তিগত অংশগ্রহণকে নিয়ন্ত্রণ ও উতাহিত করার একটি নীতি আলোচনার পরে আজকের বৈঠকে রাজ্য মন্ত্রিসভা গৃহীত হয়েছে৷
মন্ত্রী জানান, বেসরকারি সংস্থার হাতে অব্যবহৃত সুকলগুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হল যে অভিভাবকরা তাদের সন্তানদের সিবিএসই অনুমোদিত সুকলে পাঠাতে বেশি আগ্রহী এবং তাই এই সিদ্ধান্তের সাথে বেসরকারী সংস্থাগুলি এই ধরনের সমস্ত সুকলে মানসম্পন্ন শিক্ষা প্রদান করবে এবং তাদের ভর্তির জন্য উৎসাহিত করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *