Murder of housewife by barbaric torture : বর্বরোচিত নির্যাতন করে গৃহবধূকে হত্যা, শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ অমরপুরের সর্বং এলাকায় এক গৃহবধূকে পরিকল্পিতভাবে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা নির্যাতন চালিয়ে হত্যা করেছে বলে গুরুতর অভিযোগ করেছেন মৃতারবাপের বাড়ির লোকজন৷ এ ব্যাপারে বীরগঞ্জ থানার অভিযুক্তদের নাম উল্লেখ করে সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি৷


গত মঙ্গলবার অমরপুরের বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সরবং এর বাসিন্দা রসময় দেবনাথের বড়পুএ সঞ্জয় দেবনাথের স্ত্রী প্রতিমা দেবনাথকে সংজ্ঞাহীন অবস্থায় অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বুধবার প্রতিমা মারা যায়৷ পরবর্তী সময়ে প্রতিমার মা মরনী দেবনাথ উদয়পুর থেকে অমরপুর বীরগঞ্জ থানায় প্রতিমার স্বামী সঞ্জয় দেবনাথ,শশুর রসময় দেবনাথ, শাশুড়ী পারুল দেবনাথ, দেবর সুমন ও দেবরের স্ত্রী মনি দেবনাথের বিরুদ্ধে মামলা করেন৷ভারতীয় দন্ডবিধির ৪৯৮/৩০২/৩৪ মামলা নথিভুক্ত করা হয়েছে৷মামলার নম্বর ৬০/২০২১. মৃতার মা জানিয়েছেন পরিকল্পিত ভাবে তার মেয়েকে খুন করা হয়েছে৷এখনো আসামী গ্রেপ্তার হয়নি৷


মঙ্গলবার মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী মৃতার বাপের বাড়ি উদয়পুর গকুলপুর হঠাৎ কলোনি বাজারে আসেন এবং মৃতার মা মরনী দেবনাথের সাথে কথা বলেন৷পরে সাংবাদিকদের মহিলা কমিশনের চেয়ারপার্সন জানান, ঘটনার পরিপেক্ষিতে তিনি এলাকা পরিদর্শন করে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন৷পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় পুলিশের তীব্র সমালোচনা করেন তিনি৷প্রয়োজনে মৃতদেহ যেখানে মাটি চাপা দেওয়া হয়েছে সেখান থেকে তুলে ময়না তদন্ত করা হবে বলে জানান মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *