নতুন দলই গঠন করছেন অমরিন্দর, এখন নির্বাচন কমিশনের গ্রিন সিগন্যালের প্রতীক্ষা

চন্ডীগড়, ২৭ অক্টোবর (হি.স.): নতুন দলই গঠন করতে চলেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বুধবার অমরিন্দর নিজেই জানিয়েছেন, “হ্যাঁ, আমি নতুন দল গঠন করব। নির্বাচন কমিশনের সম্মতি মিললেই, প্রতীক-সহ দলের নাম ঘোষণা করা হবে। আমার আইনজীবীর সেই কাজ করছেন।” বুধবার চন্ডীগড়ে সাংবাদিকদের মুখোমুখি হন অমরিন্দর সিং। এই সাংবাদিক সম্মেলনে নভজ্যোৎ সিং সিধুকে আক্রমণ করে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, “যতদূর পর্যন্ত সিধুর বিষয়, তিনি যেখানেই লড়বেন আমরা সেখানেই তাঁর বিরুদ্ধে লড়ব।”

কংগ্রেসকে ইতিমধ্যেই বিদায় জানিয়েছেন অমরিন্দর সিং, যে দল তাঁকে দু’বার পঞ্জাবের মুখ্যমন্ত্রী করেছিল। বুধবারই অমরিন্দর সিং নিজের মুখেই জানালেন, নতুন দল গঠন করবেন তিনি। শোনা যাচ্ছে, বিজেপির সঙ্গেও আসন সমঝোতার জন্য তিনি প্রস্তুত, যদি কৃষক ইস্যুর সমাধান হয়। কেন্দ্রের কৃষি আইন প্রসঙ্গে বুধবার অমরিন্দর সিং জানিয়েছেন, “বৃহস্পতিবার আমরা আমাদের সঙ্গে কয়েকজনকে নিয়ে যাচ্ছি, প্রায় ২৫-৩০ জন, এবং আমরা এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *