BRAKING NEWS

Workshop organized by Protection of Child Rights : রটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে আগরতলা রবীন্দ্রভবনে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। প্রটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে আগরতলা রবীন্দ্রভবনে একদিনের কর্মশালার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার । রাজ্যে শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং শিশুর উপর নির্যাতনের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। পুলিশ, চাইল্ড কমিশন, চাইল্ড লাইন, সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রবণতা বন্ধ করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে এবং ফলপ্রসূ করার লক্ষে বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এবং ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগেএক বিশেষ প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নিলিমা ঘোষ সমাজের প্রতিটি মানুষের কাছে আবেদন জানিয়েছেন শিশুদের যাতে কোনোভাবেই শিশুশ্রমের যুক্ত হতে না দেওয়া হয়। কোনো শিশু যাতে নির্যাতনের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রত্যেকের প্রতি আহ্বান জানান। গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন সমাজে একাংশের শিশু নেশার কবলে হাবুডুবু খেতে শুরু করেছে। এই পরিস্থিতি থেকে তাদেরকে উত্তোলন করতে হবে এবং ভবিষ্যত প্রজন্মকে সুষ্ঠু সমাজ ব্যবস্থায় পরিচালিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি শিশু সুরক্ষায় বিভিন্ন স্বেচ্ছাসেবী যেভাবে কাজ করে চলেছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সর্বোপরি বাল্যবিবাহ বন্ধ করার জন্য বাল্যবিবাহ প্রতিহত করার জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *