BRAKING NEWS

Colorful rally was held in Agartala : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোমবার আগরতলায় এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোমবার আগরতলায় এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। রিলিটি পর্যটন ভবনের সামনে থেকে শুরু করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। পর্যটন ক্ষেত্রে ত্রিপুরাকে দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে। পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রেলিতে অংশ নিয়ে পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহ রায় এই অভিমত ব্যক্ত করেছেন। বলেন পর্যটন ক্ষেত্রে কোন রাজ্যের আর্থিক উন্নয়নের একটি অন্যতম মাধ্যম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পর্যটন শিল্পকে নতুন আঙ্গিকে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।

পর্যটন শিল্পকে দেশ ও বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু পড়না ভাইরাসের সংক্রমণ জনিত কারণে প্রায় দু’বছর ধরে পর্যটন ক্ষেত্র প্রায় স্তব্ধ হয়ে পড়েছে।বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। পর্যটন কেন্দ্র গুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। দেশ এবং বিদেশের পর্যটকদের ত্রিপুরার আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পর্যটন মন্ত্রী। রাজ্যের পর্যটন কন্দ্র গুলিকে রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের যথাযথ দায়িত্ব পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *