BRAKING NEWS

রামঠাকুর পাঠশালাকে হারিয়ে জয় দিয়েযাত্রা শুরু ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।জয় দিয়ে স্কুল ক্রিকেটের যাত্রা শুরু করলো ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। শুক্রবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে ভবনস স্কুল মুখোমুখি হয় রামঠাকুর পাঠশালা এইচ এস স্কুলের। ম্যাচে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির দল ১১ রানের ব্যবধানে হারিয়ে দিলো রামঠাকুর পাঠশালা স্কুলকে। টস জিতে ভবনস দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ওভারে ৯ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৪৬ রান। ব্যাটে দলের হয়ে আকাশ দাস ২২, যুবরাজ ১৬,সুমিত যাদব ১৪, সুরজিৎ দেববর্মা ১২,সৌরনিল গুহ ২০, সাঙ্কিত দাস ১৩ রান করে। অতিরিক্ত থেকে দল পায় ২৭ রানের ভরসা। বলে রামঠাকুর স্কুলের পক্ষে ২টি করে উইকেট নেয় সায়ন দাস , উদয় সাহা ও দীপজয় দেবনাথরা। ১টি করে উইকেট নেয় শ্রেষ্ঠাঙসু পাল ও দীপক সিনহারা। জয়ের জন্য রামঠাকুর স্কুলের সামনে টার্গেট দাঁড়ায় ১৪৭ রানের। যাকে তাড়া করতে নেমে দল ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৫ রানই করতে সক্ষম হয়।ব্যাটে দলের পক্ষে উদয় সাহা ২২, সুমিত ঘোষ ২৯, সায়ন দাস ২১, বিশাল দাস ১২ রানে নট আউট থাকলে ও তা দলের পরাজয় রুখতে পারেনি। অতিরিক্ত থেকে দল পায় ৩৬ রানের ভরসা। এরপরও দল পরাজয় এড়াতে পারেনি। সুবাদে পরাজয় হজম করেই মাঠ ছাড়লো রামঠাকুর পাঠশালা। বিজয়ী দলের যুবরাজ পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *