BRAKING NEWS

Tripura Tate Welfare Teachers Association goes on strike : টেট শিক্ষকদের অবিলম্বে নিয়মিত করার দাবীতে আন্দোলনে যাচ্ছে ত্রিপুরা টেট ওয়েলফেয়ার টিচার্স এসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। টেট শিক্ষকদের অবিলম্বে নিয়মিত করার দাবীতে আন্দোলনে যাচ্ছে ত্রিপুরা টেট ওয়েলফেয়ার টিচার্স এসোসিয়েশন। টেট শিক্ষকদের প্রতি রাজ্য সরকার বিমাতৃসুলভ আচারণ করছে বলে অভিযোগ। অভিযোগ করেছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। টেট শিক্ষকদের নিয়মিতকরন নিয়ে দ্বিচারিতা কেন প্রশ্ন তুলেছেন তারা। সর্বশিক্ষা অভিযান প্রকল্পে যারা টেট উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়মিতকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একই যাত্রায় পৃথক ফল কেন সেই প্রশ্নও তুলেছেন ত্রিপুরা টেট ওয়েলফেয়ার টিচার্স এসোসিয়েশনের কর্মকর্তারা।

সরকারের এ ধরনের বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে এবং ট্যাগ টিচারদের নিয়মিতকরণের দাবিতে আগামী ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এক যোগে একই সময়ে সবকটি জেলা ও মহকুমায় শিক্ষা আধিকারিক ও বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে মানব বন্ধন তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষক-শিক্ষিকাকে মানববন্ধনে সামিল হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়মিত বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় টাকা পয়সা পাঠাচ্ছে। রাজ্য সরকার সেই টাকা থেকে ২৫ শতাংশ টাকা কেটে রেখে দিচ্ছে।তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে দাবি উঠেছে। সংগঠনের নেতৃবৃন্দ আরো অভিযোগ করেন, বামফ্রন্ট সরকার টেট শিক্ষকদের ৫ বছর ফিক্সট পে তে চাকরি করার নীতি গ্রহণ করেছিল। এ ধরনের নীতি সম্পূর্ণ অনৈতিক বলে তারা অভিহিত করেছেন। বামফ্রন্ট সরকার যেসব ভুল নীতি গ্রহণ করেছিল সেই নীতিতেই বর্তমান সরকার চলছে বলেও তারা অভিযোগ করেন। টেট উত্তীর্ণ শিক্ষকদের আগামী ১৫ দিনের মধ্যে নিয়মিতকরণের দাবি জানালো ত্রিপুরা টেট ওয়েলফেয়ার টিচার্স এসোসিয়েশন।অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *