BRAKING NEWS

Bangladeshi thief arrested : অসম ত্রিপুরা সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী চোর

নিজস্ব প্রতিনিধি,চুড়াইবাড়ি, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশের সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মহিষ চুরি করতে গিয়ে পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার অসম ত্রিপুরা সীমান্তের সোনাতোলা বিএসএফের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি চোর৷ধৃত চোরের নাম আবুল হোসেন(বত্রিশ)৷পিতার নাম মৃত হাসিদ আলী৷বাড়ি বাংলাদেশের মৌলবীবাজারের দক্ষিন গান্ধাইর এলাকার বুবারথল গ্রামে৷ইতিমধ্যে বিএসএফ ধৃত বাংলাদেশিকে পাথারকান্দি পুলিশের হাতে সমঝে দিয়েছে৷

পুলিশ ধৃতকে বর্তমানে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷এদিকে ধৃত বাংলাদেশি যুবকটি পুলিশি জেরায় ভেঙ্গে পড়ে জানায় যে, শুক্রবার গভীর রাতে তাদের তিনজনের একটি দল সীমান্তের কাঁটাতারের বেড়াকেটে ভারতে প্রবেশ করে স্থানীয় চোরচক্র থেকে মহিষ পাচারের ফন্দিতে ছিল৷ হঠাৎ একসময় সীমান্তে প্রহরারত বিএসএফের আগমণ টের পেয়ে সুযোগ বুঝে তার বাকি আরোও দুই সঙ্গী যথাক্রমে আব্দুল হক ও রমজান আলী পালিয়ে গেলেও সে ধরা পড়ে যায়৷তার কাছ থেকে পুলিশ একটি তার কাটার যন্ত্র সহ ধারালো দা ও একটি মোবাইলসেট জব্দ করেছে৷রবিবার তাকে আদালতে সমঝে দেবার সম্ভাবনা রয়েছে৷প্রসঙ্গত উল্লেখ্য যে অসম ত্রিপুরা সীমান্তবর্তি এলাকায় বাংলাদেশী চোরদের দাপট নতুন নয়৷ইতিপূর্বে সেদেশের অনেক চোর ভারতে প্রবেশ করে গবাদি পশু চুরি করে নিয়ে যাবার পথে স্থানীয় জনগন সহ সীমান্তরক্ষীর হাতে ধরা পড়ার পাশাপাশি তাদের অনেকের প্রাণ গেছে জনরোষে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *