BRAKING NEWS

করোনার বিরুদ্ধে লড়াইয়ে চ্যাম্পিয়ন হিসেবে সামনে এসেছে হিমাচল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): করোনার বিরুদ্ধে লড়াইয়ে হিমাচল প্রদেশকে “চ্যাম্পিয়ন” আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “হিমাচল প্রদেশে বিভিন্ন ধরনের অসুবিধা ছিল, পাহাড়ি রাজ্য হওয়ায় লজিস্টিক সমস্যা রয়েছে, করোনা-টিকার স্টোরেজ ও ট্রান্সপোর্টেশনেও সমস্যা রয়েছে। কিন্তু জয়রাম ঠাকুরজির সরকার যেমন ব্যবস্থা বিকশিত করেছেন, পরিস্থিতি সামলেছেন, তা প্রশংসনীয়।” মোদী বলেছেন, “১০০ বছরের সবথেকে বড় মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে হিমাচল প্রদেশ চ্যাম্পিয়ন হিসেবে সামনে এসেছে। হিমাচল প্রদেশ ভারতের প্রথম রাজ্য, যেখানে যোগ্য টিকা প্রাপকদের অন্ততপক্ষে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।”

সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হিমাচল প্রদেশের স্বাস্থ্যসেবা কর্মী ও কোভিড টিকা কর্মসূচির সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “শুধুমাত্র একজন প্রধান সেবক হিসেবেই নয়, বরং পরিবারের একজন সদস্য হিসেবে হিমাচল প্রদেশ আমাকে গর্বিত হওয়ার সুযোগ দিয়েছে।” উল্লেখ্য, হিমাচল প্রদেশে ইতিমধ্যেই মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১০০ শতাংশ মানুষ করোনা-টিকার প্রথম ডোজ পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *