BRAKING NEWS

নরসিংগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ১৬৩ তম রবীন্দ্র জয়ন্তী পালিত

গত ৮ই মে, ২০২৪, রোজ বুধবার, নরসিংগভ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত প্রাঙ্গণে বর্ণাঢ্য ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।

 বিদ্যালয়ের প্রাক প্রাথমিক বিভাগের কচি কাচাদের সমবেত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন হয়। তার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের পাঁচটি হাউসের ছাত্র ছাত্রীদের দ্বারা সমবেত সঙ্গীত এবং সমবেত নৃত্য পরিবেশিত হয়।অনুষ্ঠানে কবিগুরুর বিভিন্ন পর্যায়ের সঙ্গীত প্রতিফলিত হয়। বিদ্যালয়ের বিশেষভাবে সক্ষম ছাত্রীদের সমবেত নৃত্য অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল। বিদ্যালয়ের শ্রদ্ধেয়া শিক্ষিকাগন একটি  মনোমুগ্ধকর সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কবি গুরুর  প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। প্রধান শিক্ষিকা শ্রীমতি সুচিত্রা সরকার উনার বক্তব্যের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *