BRAKING NEWS

Activities have already started : রাজ্যের পাহাড়ি এলাকাতেও ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর।। রাজ্যের পাহাড়ি এলাকাতেও ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গেছে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল গ্রাম পাহাড়ে তাদের অস্তিত্বের জানান দেওয়ার লক্ষ্যে দল গোছাতে শুরু করেছে। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ৬ মাস অতিক্রান্ত হতে না হতেই তিপ্রা মথা দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক উপজাতি অংশের মানুষজন।

স্ব-শাসিত জেলা পরিষদের ৬ মাস অতিক্রান্ত হয়ে গেলেও ক্ষমতার মসনদে বসা তিপ্রা মথা দল সাধারণ মানুষ-জনকে দেওয়া গালভরা আশ্বাস পূরণ করতে ব্যর্থ। ফলে তিপ্রা মথা দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক উপজাতি অংশের মানুষজন। তুইকই এলাকায় তিপ্রা মথা দল ছেড়ে বি.জে.পি-তে যোগদানের পরদিনই তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনে বাবুমনি এ.ডি.সি ভিলেজের অন্তর্গত রাঙ্গামুড়াস্থিত বাবুমনি পাড়ায় ১২ পরিবারের ৪০ ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে রাজ্যের শাসক শরীক আই.পি.এফ.টি দলে যোগদান করে।

এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বন মন্ত্রী তথা আই.পি.এফ.টি নেতৃত্ব মেবার কুমার জমাতিয়ার হাত ধরে আই.পি.এফ.টি দলে যোগদান করে‌ন তারা। নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেন রাজ্যের বন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি.এন. ই.এ প্রেসিডেন্ট তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার জায়া গীতা দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ৬ মাস যেতে না যেতেই গ্রাম পাহাড়ে যেভাবে তিপ্রা মথা দলের ভাঙ্গন শুরু হয়েছে তাতে কিন্তু অন্য ইঙ্গিত বহন করছে পাহাড়ি এলাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *