BRAKING NEWS

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশেন টাকা ঢালত দাউদ, ইডি-কে জানিয়েছে ধৃত আমির

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) -এ টাকা ঢালত মুম্বই বিস্ফোরণের প্রধান অপরাধী দাউদ ইব্রাহিম | জেরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে এ কথা জানিয়েছে জাকিরের চিফ ফিনান্সিয়াল অফিসার আমির গজদার | বেআইনি টাকা লেনদেনের অভিযোগে ১৬ তারিখ আমিরকে গ্রেফতার করে ইডি | সে ইডি-কে জানিয়েছে, সুলতান আহমেদ নামে একজন দালালের হাত ধরে হাওয়ালার মাধ্যমে দাউদের টাকা জাকিরের এনজিও-তে ঢোকে | নতুন এই তথ্যের ফলে ইডি-র কাছে পরিষ্কার, জাকিরের সঙ্গে পাকিস্তানের যোগাযোগও রয়েছে| বিষয়টি নিয়ে তদন্ত করছে তারা|
ইডি জানিয়েছে, জাকির নায়েক তাঁর এনজিও ও অন্যান্য ট্রাস্টের কাজকর্ম নিজের হাতের মুঠোর মধ্যে রাখতেন | আইআরএফ ছাড়াও দেশে ও বিদেশে আরও বেশ কয়েকটি ট্রাস্ট চালাচ্ছিল তিনি| তাঁর সঙ্গে ট্রাস্টগুলির কাজকর্ম দেখত তাঁর ভাই মহম্মদ নায়েক ও ঘনিষ্ঠ সহযোগী আমির গজদার|
এছাড়াও দেশে ও দেশের বাইরে জাকির নাকি তৈরি করেছিলেন বেশ কয়েকটি ডামি কোম্পানি| উস্কানিমূলক বক্তৃতা সহ অন্যান্য নানা বেআইনি কাজকর্মের মাধ্যমে যে টাকা ঢুকত তাঁর ফান্ডে, সেই টাকার অন্য খাতে খরচ দেখানোর জন্য তৈরি হয়েছিল এই কোম্পানিগুলি| আমির গজদারই এমন ৬টি কোম্পানির ডিরেক্টর ছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *