BRAKING NEWS

জঙ্গি মাসুদকে আড়াল করতে ফের আসরে চিন

mashod-azharবেজিং, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ফের জইশ প্রধান মাসুদ আজহারকে বাঁচাতে আসরে নামল চিন| শুক্রবার দেশের বিশেষ সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সব সদস্যকেই নিয়ম মানতে হবে| তারপরই মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করা যেতে পারে| নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে আমেরিকার আনা প্রস্তাবে তারা সায় দেবে না| চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু ক্যাং এক বিবৃতিতে বলেন, দু’দিন আগেই মাসুদ আজহারের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বেজিং| চিন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দায়িত্বশীল সদস্য এবং গুরুত্বপূর্ণ অংশ| এমন কিছু তারা করবে না যাতে রাষ্ট্রপুঞ্জের নিয়ম বা নীতিতে আঘাত লাগে| আমরা আশাবাদী অন্যান্য দেশগুলোও সেই নিয়ম মেনে চলবে|
এর আগে ভারতের পর জইশ প্রধান মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার জন্য প্রস্তাব এনেছিল আমেরিকা| কিন্তু উপযুক্ত প্রমাণ নেই, এই দাবিতে চিন সেই প্রস্তাবে কৌশলগত স্থগিতাদেশ চেয়ে বিষয়টি আরও ছ’মাস পিছিয়ে দেয় চিন| এরপরই ভারতের পক্ষ থেকে চিনের এই পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক বিরোধিতা করা হয়েছে| সেই প্রসঙ্গেই এদিনের বিবৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *