BRAKING NEWS

প্রধানমন্ত্রীর ‘রেনকোট’ মন্তব্য : সংসদের উভয় কক্ষে বিরোধীদের হইহট্টগোল

Parliament-of-Indiaনয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘রেনকোট পরে স্নান’ মন্তব্যকে ঘিরে বৃহস্পতিবার তপ্ত হল সংসদের উভয় কক্ষ| কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জন্য ক্ষমা দাবি করে হইহট্টগোল করতে থাকেন| প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কটাক্ষ করে ৱুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘ডক্টর সাহাবের থেকে অনেক কিছু শেখার আছে| এত কেলেঙ্কারির একটি দাগও তাঁর গায়ে লাগেনি| রেনকোট পরে কী করে স্নান করতে হয়, সেটি ডক্টর সাহাবাই জানেন|’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার তপ্ত হয় সংসদ| বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেছেন, প্রধানমন্ত্রীর ওই মন্তব্য লজ্জাজনক| শুধু কংগ্রেসই নয়, প্রধানমন্ত্রী বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল এবং এআইএডিএমকে সাংসদরা| তুমুল হইহট্টগোলের কারণে সকাল ১১.৩০ মিনিট পর‌্যন্ত লোকসভা এবং ১২টা পর‌্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *