BRAKING NEWS

কানপুর রেল দুর্ঘটনা : নেপালে ধৃত আইএসআই এজেন্ট

handcuffকাঠমাণ্ডু, ৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের কানপুরে ইন্দোর-পাটনা এক্সপ্রেস লাইচু্যত হওয়ার ঘটনায় গ্রেফতার করা হল মূল চক্রী শামশুল হুদাকে| শামশুল ছাড়াও গ্রেফতার করা হয়েছে তাঁর ৩ সহযোগীকেও| তাদের নাম হল বৃজ কিশোর গিরি, আশিস সিং এবং উমেশ কুমার কুরমি| মঙ্গলবার দুবাই থেকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয় শামশুল হুদা সহ ৪ জনকে| ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ডিআইজি) পশুপতি উপাধ্যায় জানিয়েছেন, কানপুরে রেল দুর্ঘটনার মূল চক্রী শামশুল হুদাকে গ্রেফতার করা হয়েছে| হুদারি গ্রেফতারিকে তদন্তেরে ক্ষত্রে বড়সড় সাফল্য হিসেবে দেখছে এনআইএ|
২০১৬ সালের ২০ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচু্যত হয়ে যায় ইন্দোর-পাটনা এক্সপ্রেস| দুর্ঘটনায় প্রাণ হারান ১৫০ জন| তদন্তে নেমে বিহার পুলিশ জানায়, দুর্ঘটনার পিছনে আইএসআই-এর হাত থাকতে পারে| তদন্তকারীরা জানিয়েছেন, দুবাইয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করত শামশুল হুদা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *