BRAKING NEWS

নয়া অর্থবর্ষে পাঁচটি বিশেষ পর‌্যটন অঞ্চল গড়ে তুলেব কেন্দ্র, ঘোষণা বাজেটে

Govt of Indiaনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : নয়া অর্থবর্ষে পাঁচটি বিশেষ পর‌্যটন অঞ্চল গড়ে তুলেব কেন্দ্র | ৱুধবার পেশ করা ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| এই বিশেষ পর‌্যনটন অঞ্চল কোথায় গড়ে তোলা হবে তা না জানালেও জেটলি ঘোষণা করেন, রাজ্যের সঙ্গে হাত মিলিয়েই পাঁচটি বিশেষ পর‌্যটন অঞ্চল গড়ে তুলবে কেন্দ্র|
দ্য ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান টু্যরিজম অ্যান্ড হসপিটালিটির সদস্যদের আর্জি মেনেই পাঁচটি বিশেষ পর‌্যটন অঞ্চল তৈরি ঘোষণা করা হয়েছে বাজেটে| তিনি বললেন, পর‌্যটন শিল্পে উন্নতি হলে কর্ম সংস্থানের সুযোগ বাড়বে| এতে অর্থনীতিও প্রভািবত হবে| সেই সঙ্গে এদিন খুব শিগগিরই দুনিয়া জুড়ে ইনক্রেডিব্ল ইন্ডিয়ার দ্বিতীয় প্রচারাভিযান শুরু কথা জানিয়েছেন অর্থমন্ত্রী |
তবে জেটলির বিশেষ পর‌্যটন কেন্দ্রের ঘোষণায় খুব একটা খুশি নন পর‌্যটন শিল্পের কারবারিরা| তাঁদের ক্ষোভ, যে সব ভারতীয় সংস্থা বিদেশে বেড়ানোর আয়োজন করে, ২২ জানুয়ারি থেকে সেগুলোর ওপর ৯ শতাংশ পরিষেবা লেভি বসানো হয়েছে| অথচ এই নিয়ে বাজেট পেশের সময় একটিও কথা বলেননি জেটলি| প্রসঙ্গত, কর তুলে নেওয়ার আর্জি জানিয়ে বাজেটের আগে অরুণ জেটলির সঙ্গে দেখা করে দ্য ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান টু্যরিজম অ্যান্ড হসপিটালিটির সদস্যরা| তবে ঘোষিত বাজেটে আখেরে কোনও লাভ হয়নি বলে মনে করছেন তারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *