BRAKING NEWS

তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে এই বাজেট : নরেন্দ্র মোদী

pm-narendra-modiনয়াদিল্লি, ১ ফ্রেবুয়ারি (হি.স.) : এই প্রথম সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে রেল বাজেটকে| মধ্যবিত্তের জন্য কর ছাড় থেকে শুরু করে, আবাসন প্রকল্পে বরাদ্দ বাড়ানো, সাধারণ মানুষের সুবিধায় একাধিক প্রকল্প ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| আর এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কর সংস্কারে লাভবান হবেন মধ্যবিত্তরা| অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছেন অরুণ জেটলি|
পাশাপাশি তিনি বলেন, সবক্ষেত্রেই দিশা দেখিয়েছে এই বাজেট| এই বাজেট তরুণ প্রজন্মকে গুরুত্ব দেওয়া হয়েছে| সবার স্বপ্ন সফল করতেই এই বাজেট| গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন, রেলওয়ে, কৃষির বিকাশ, শ্রমিক সুরক্ষা, সাধারণ মানুষের স্বার্থরক্ষা, সবক্ষেত্রেই গুরুত্ব আরোপ করেছে এই বাজেট | গ্রামোন্নয়ন ও কৃষির উন্নতি নিয়ে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে | গ্রামজীবন ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে | এই বাজেট উত্পাদন শিল্পকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে | সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের উন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে | কর্মসংস্থান বৃদ্ধিতে দারুণ উপযোগী এই বাজেট | মহিলা ও শিশুকল্যাণও বাজেটে গুরুত্ব পেয়েছে| স্বাস্থ্য-শিক্ষার প্রসারেও উপযোগী এই বাজেট, বলে জানিয়েছেন মোদী |
তিনি আরও জানান, আবাসন ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দিয়েছে | ডিজিটাল অর্থনীতির বিকাশে এই বাজেট গুরুত্বপূর্ণ | কর ব্যবস্থার সংস্কারে মধ্যবিত্তদের সুবিধা হয়েছে | এই কর ব্যবস্থায় কম আয়ের মানুষেরই বেশি সুবিধা | করহার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামানো হয়েছে | এটা যথেষ্ট সাহসী সিদ্ধান্ত অর্থ দফতরের | বাজেটে কর্মসংস্থানের বিকাশ হবে | সাধারণ মানুষের আয় বাড়বে এই বাজেটে | এই বাজেট সংকল্পের বাজেট | এই বাজেট দেশের ভবিষ্যত তৈরি করবে | কৃষক, দলিত, পীড়িত, মহিলা ও শিশুদের বিকাশ, সবকিছুই এই বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *