BRAKING NEWS

কঠোর নিরাপত্তায় ভোট তামিলনাড়ু ও কেরলে, শান্তিতে সম্পন্ন পুদুচেরিতে

election-websiteচেন্নাই, ১৬ মে ঃ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভোটগ্রহণ করা হয়েছে তামিলনাড়ু , কেরল ও পদুচেরিতে৷ সোমবার সকাল ৭ টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে এই তিন রাজ্যে৷ তামিলনাড়ুর মোট ৩২ জেলার ২৩৪ টি কেন্দ্রের মধ্যে ২৩২ টি কেন্দ্রে ৩৭০০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিনই৷ বাকি দুই কেন্দ্র, আরভাকুরিচি ও তাঞ্জাভুরে ভোটগ্রহণ হবে আগামী ২৩ মে৷ এদিন এআইএডিএমকে প্রধান জয়ললিতা এবং ডিএমকে সুপ্রিমো করুণানিধিরও ভাগ্য নির্ধারণের পালা৷ সকাল সকালে চেন্নাইয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ চেন্নাইয়ে নিজের ভোট দেন সুপারস্টার রজনীকান্ত৷ তামিলনাড়ুর পাশাপাশি ভোট গ্রহণ করা হয় কেরলের ১৪০ টি আসনে৷ এখানে দুই চির প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট-এর মধ্যে জোর টক্কর হবে৷ দৌড়ে পিছিয়ে নেই বিজেপিও৷ কেরলে এদিন যে সব তারকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে তাদের মধ্যে রয়েছেন কেরলের বিদায়ী মুখ্যমন্ত্রী উমেন চণ্ডী, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ সেনিথালা, কেন্দ্রীয় মন্ত্রী ও রাজগোপাল এবং ক্রিকেটার শ্রীসন্থ৷ কেরলে প্রবল বর্ষণের মধ্যে এদিন ভোটদান পর্ব চলে৷ তিরুবনন্তুপুরমে নিজের ভোট দেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি৷ কেরলে ১৪০ টি আসনের মধ্যে ১২৪ টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল৷ তবে কেরলে জোড়াফুল নয় লড়ছে ফুলকপি চিহ্ণ৷ কেরলে প্রায় ১৫ লক্ষ বাঙালির ভোট ব্যাঙ্কের আশায় রয়েছে তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *